Rahul Gandhi

মোদীকে বিঁধতে ফের রাফাল অস্ত্র রাহুলের

গত লোকসভা ভোটের আগে আগাগোড়া এই রাফাল-অস্ত্রে মোদীকে ঘায়েল করার চেষ্টা করেছিলেন রাহুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ০৪:৪৬
Share:

ছবি: পিটিআই।

পিএম-কেয়ার্স তহবিল ঘিরে বিতর্কের আবহে ফের সেই রাফাল-প্রশ্নেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাহুল গাঁধী। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে উদ্ধৃত করে তাঁর বক্তব্য, ওই ফরাসি যুদ্ধবিমান কেনার চুক্তিতে চুরি গিয়েছে রাজকোষের টাকা। একই প্রশ্ন উস্কে দিয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও। রাহুলকে বিঁধে বিজেপির পাল্টা দাবি, রাজীব গাঁধীর ‘অপরাধ’ মোছার মরিয়া চেষ্টাতেই যে রাহুল রাফালের দুর্নীতি প্রমাণে বদ্ধপরিকর, তা মানেন কংগ্রেসে তাঁর ঘনিষ্ঠ সঙ্গীরাও।

Advertisement

গত লোকসভা ভোটের আগে আগাগোড়া এই রাফাল-অস্ত্রে মোদীকে ঘায়েল করার চেষ্টা করেছিলেন রাহুল। বড় মাপের দুর্নীতির অভিযোগ তুলেছিল তাঁর দল কংগ্রেস। কিন্তু তার পরে এক দিকে ওই ভোটে যেমন কংগ্রেস ধরাশায়ী হয়েছে, তেমনই রাফাল কেনার চুক্তিতেও কোনও গরমিল পাওয়া যায়নি বলে জানায় সুপ্রিম কোর্ট। অনেকেই মনে করেন, রাহুলের হাজার চেষ্টা সত্ত্বেও রাফাল-দুর্নীতির তত্ত্ব ভোট-ময়দানে বুঝতেই পারেননি সাধারণ মানুষ। কিন্তু পিএম-কেয়ার্স তহবিল নিয়ে প্রশ্ন উঠতেই ফের সেই রাফাল-বাণই মোদী সরকারের দিকে ছুড়েছেন রাহুল।

শনিবার রাহুলের টুইট, “রাফালে চুরি করা হয়েছিল রাজকোষের টাকা।” সঙ্গে মোহনদাস কর্মচন্দ গাঁধীকে উদ্ধৃত করে তাঁর সংযোজন, “সত্য একটিই। পথ অনেক।” যে খবরকে উদ্ধৃত করে তাঁর এই টুইট, সেখানে দাবি, প্রতিরক্ষায় বিভিন্ন ‘অফসেট’ চুক্তি সম্পর্কে রিপোর্ট জমা দিয়েছে সিএজি। কিন্তু রাফালের ক্ষেত্রে ওই চুক্তির উল্লেখ তাতে নেই। অথচ রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে টপকে অনিল অম্বানীর সংস্থা ওই চুক্তি কী ভাবে পকেটে পুরল, চুক্তি বদলের জেরে ওই ফরাসি যুদ্ধবিমান কিনতে অনেক বেশি টাকা ভারতকে গুনতে হয়েছে কি না, বিতর্ক দানা বেঁধেছিল তা নিয়েই। একই খবর উদ্ধৃত করে ইয়েচুরির টুইট, “এ বার সিএজি! মোদী জমানায় কি কোনও সাংবিধানিক প্রতিষ্ঠানই স্বাধীন থাকবে না?”

Advertisement

আরও পড়ুন: কত দিনে দ্বিগুণ আক্রান্তের সংখ্যা, নজর বিশেষজ্ঞদের

আরও পড়ুন: চিনের ছোঁয়ায় বন্দে ভারতের বরাত বাতিলই

রাহুল ফের রাফাল প্রসঙ্গ তুলতেই তাঁকে নিশানা করেছে বিজেপি। রেল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের পাল্টা টুইট, “কংগ্রেসে রাহুলের বহু সহকর্মীও একান্তে স্বীকার করেন যে, বাবার (রাজীব গাঁধী) অপরাধ মুছে ফেলতে মরিয়া হয়ে রাফাল প্রসঙ্গে রাহুলের এই একগুঁয়ে ভাব আখেরে ক্ষতি করছে তাঁদের দলেরই। কিন্তু কেউ যদি নিজেকেই নিজে ধ্বংস করতে চান, তো আমরা তাতে অভিযোগ জানানোর কে? আমরা তাঁকে ২০২৪ সালের (লোকসভা) ভোটও রাফাল-এর উপরে ভর করে লড়ার আহ্বান জানাচ্ছি।” অর্থাৎ, রাফালকে অস্ত্র করে যে রাহুলকে গত ভোটে নাস্তানাবুদ হতে হয়েছে, সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।

কিন্তু অনেকের ধারণা, পিএম-কেয়ার্স তহবিলের অস্বচ্ছতা ঘিরে বিতর্কের এই আবহেই রাফাল প্রসঙ্গ ফিরিয়ে আনতে চেয়েছেন রাহুল। এই করোনা-কাল ওই তহবিলে সিএজি-র অডিট করার সময় নয় বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে ঠিকই। কিন্তু যে ভাবে ওই টাকায় কেনা চিকিৎসা সরঞ্জামের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে, তাতে প্রধানমন্ত্রীর দিকে দুর্নীতির অভিযোগের আঙুল তুলতে ছাড়ছেন না বিরোধীরা। এ দিন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার টুইট, “শশশ্…জানেন কি পিএম-কেয়ার্স তহবিল নিয়ে প্রশ্ন তোলা দেশবিরোধী কাজ? যদিও (সেখান থেকে) জনগণের টাকায় কেনা ভেন্টিলেটর কাজ করছে না ঠিক ভাবে। আগাম বরাত দেওয়া হচ্ছে বহু কোটি টাকার। আর এখন সুপ্রিম কোর্ট সিএজি-অডিটে ‘না’ বলার পরে তো (প্রশ্ন) আরওই নয়।” ইয়েচুরিরও অভিযোগ, পিএম-কেয়ার্সের টাকায় যে ভাবে শাসক দলের ঘনিষ্ঠ সংস্থার কাছ থেকে খারাপ মানের ভেন্টিলেটর কেনা হয়েছে, তা দুর্নীতিই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন