Rahul Gandhi

ক্ষুব্ধ রাহুল, বিবৃতি প্রত্যাহার কৌঁসুলির

লন্ডনে দেওয়া এক বক্তৃতায় রাহুল দাবি করেন, দামোদর বিনায়ক সাভারকর ও তাঁর সহযোগীরা এক মুসলিম ব্যক্তিকে মারধর করে আনন্দ পেয়েছিলেন। সাভারকরের বংশধর সাত্যকি সাভারকর রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০৯:২৮
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলায় নাটকীয় মোড় এল এ দিন। প্রথমে পুণের আদালতে রাহুলের তরফে আইনজীবী মিলিন্দ পওয়ারের পেশ করা লিখিত বিবৃতিতে জানানো হল, সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত ও মামলায় অভিযোগকারী সাত্যকি সাভারকরের বংশধারার যে পরিচয় পাওয়া গিয়েছে তার ফলে তাঁর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পরে আবার পওয়ার বিবৃতি দিয়ে জানান, রাহুলের সঙ্গে আলোচনা না করেই এই লিখিত বিবৃতি আদালতে পেশ করেছিলেন তিনি। রাহুল প্রবল আপত্তি করায় ওই বিবৃতি তিনি প্রত্যাহার করে নিচ্ছেন।

লন্ডনে দেওয়া এক বক্তৃতায় রাহুল দাবি করেন, দামোদর বিনায়ক সাভারকর ও তাঁর সহযোগীরা এক মুসলিম ব্যক্তিকে মারধর করে আনন্দ পেয়েছিলেন। সাভারকরের বংশধর সাত্যকি সাভারকর রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন। পুণেতে সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে মামলার জন্য বিশেষ আদালতে ওই মামলার শুনানি হচ্ছে। আজ ওই আদালতে রাহুলের আইনজীবী মিলিন্দ পওয়ার লিখিত বিবৃতি পেশ করে জানান, সাত্যকির পূর্বপুরুষদের হিংসাত্মক ও সংবিধান-বহির্ভূত কাজে লিপ্ত হওয়ার ইতিহাস আছে। ফলে রাহুল গান্ধীর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কিন্তু সন্ধ্যায় মিলিন্দ জানান , তিনি তাঁর মক্কেলের (রাহুল) সঙ্গে আলোচনা না করেই ওই বিবৃতি পেশ করেছিলেন। তাঁর মক্কেল বিবৃতির বক্তব্যের সঙ্গে একমত নন। তাই তিনি বিবৃতি প্রত্যাহার করে নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন