খুরশিদকে সতর্কবার্তা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ইমপিচ করার প্রস্তাবে দলের অবস্থানের উল্টো মন্তব্য করেছিলেন খুরশিদ। আবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন— মুসলিমের রক্তে রক্তাক্ত কংগ্রেসের হাত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ০৩:২১
Share:

সলমন খুরশিদকে সতর্ক করলেন রাহুল গাঁধী।

পাশে দাঁড়ানোর কথা বলেও সলমন খুরশিদকে সতর্ক করলেন রাহুল গাঁধী। কংগ্রেসে আরএসএসের ‘চর’ আছে বলে পাল্টা বিতর্ক বাড়ালেন সলমনও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ইমপিচ করার প্রস্তাবে দলের অবস্থানের উল্টো মন্তব্য করেছিলেন খুরশিদ। আবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন— মুসলিমের রক্তে রক্তাক্ত কংগ্রেসের হাত। এর পরেই সলমনকে সরানোর জন্য দলে চাপ বাড়তে থাকে। আজ প্রকাশ্য জনসভায় সলমনের ‘ভিন্ন মত’-এর প্রসঙ্গ টেনে রাহুল কৌশলে বিষয়টির মোড় ঘুরিয়ে বিজেপিতে গণতন্ত্রের অভাবের কথাটি মেলে ধরেন। একই সঙ্গে সলমনের পাশে দাঁড়ানোর কথা বলেও তাঁকে সতর্ক করেন। রাহুল বলেন, ‘‘কংগ্রেসে ভিন্ন মতকে গুরুত্ব দেব। সলমন খুরশিদের পাশে থাকব আমি। কিন্তু আরএসএসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়তে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন