National News

বিমান বিভ্রাট, চিন যাওয়ার আগে রাহুলকে ফোন করে গেলেন মোদী

শুক্রবার কংগ্রেসের তরফে এ কথা জানানো হয়েছে। তবে এও বলা হয়েছে, এর পরেই কেন্দ্রীয় অসামরিক পরিবহণের ডাইরেক্টরেট জেনারেলের দফতর থেকে জানানো হয়, বিমানের অটোপাইলট ব্যবস্থা বিগড়ে যাওয়ার ফলেই ওই ঘটনা ঘটেছে। আর সেটা ‘মোটেই অস্বাভাবিক’ নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ১৮:৩৬
Share:

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।- ফাইল চিত্র।

কর্নাটকে বিমান বিভ্রাটের হাত থেকে রেহাই পাওয়ার পরেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে প্রথম ফোনটি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল কেমন আছেন, তার খবর নিয়েছিলেন। এও বলেছিলেন, সরকার ঘটনাটিকে হাল্কা ভাবে দেখছে না।

Advertisement

শুক্রবার কংগ্রেসের তরফে এ কথা জানানো হয়েছে। তবে এও বলা হয়েছে, এর পরেই কেন্দ্রীয় অসামরিক পরিবহণের ডাইরেক্টরেট জেনারেলের দফতর থেকে জানানো হয়, বিমানের অটোপাইলট ব্যবস্থা বিগড়ে যাওয়ার ফলেই ওই ঘটনা ঘটেছে। আর সেটা ‘মোটেই অস্বাভাবিক’ নয়।

আরও পড়ুন- নৌকাবিহারের পর ঘরোয়া আলোচনায় শি-কে ভারতে আসতে বললেন মোদী

Advertisement

আরও পড়ুন- মোদীর আট প্রার্থী কলঙ্কিত: রাহুল

দিনপনেরো পরে কর্নাটকে বিধানসভা ভোট। সেই ভোটে মূল প্রতিপক্ষ দু’টি দল কংগ্রেস আর বিজেপি। শাসক দলের হয়ে প্রচার করতেই বিমানে চেপে গতকাল কর্নাটকে যাচ্ছিলেন কংগ্রেস সভাপতি। কিন্তু প্রযুক্তিগত গাফিলতিতে হঠাৎই আকাশে তীব্র ঝাঁকুনি খায় রাহুলের বিমান। থরথর করে সেটি কাঁপতে থাকে। হুড়হুড় করে নীচে নামতে থাকে। অল্পের জন্য রেহাই পান কংগ্রেস সভাপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement