National News

আর ‘পাপ্পু’ নন, এবার ‘পাপ্পা’ হওয়ার প্রস্তুতি নেওয়া উচিত, রাহুলের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী

তবে তিন রাজ্যে হারের দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাড়ে চাপাতে নারাজ অটওয়ালে। তিনি বলেন, ‘‘ভোটে হারার জন্য মোদী নন, দায়ী বিজেপি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ২২:০৫
Share:

রাহুলের প্রশংসায় রামদাস অটওয়ালে। —ফাইল চিত্র

গো-বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের ব্যাপক সাফল্য রাতারাতি পাল্টে দিয়েছে অনেক কিছুই। যে রাহুল গাঁধীর দিকে এতদিন ধেয়ে এসেছে ‘পাপ্পু’ কটাক্ষ, সেই রাহুলেরই প্রশংসা আসছে নানা মহল থেকে। এবার সেই তালিকায় যুক্ত হল এনডিএ-রই শরিক দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী। সামাজিক ন্যায়বিচার মন্ত্রী রামদাস অটওয়ালের ঘোষণা, ‘‘রাহুল গাঁধী আর পাপ্পু নন।’’

Advertisement

মহারাষ্ট্রের ঠাণে জেলার কল্যাণে একটি অনুষ্ঠানে যোগ দেন রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সুপ্রিমো রামদাস অটওয়ালে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ের ভোটের ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গাঁধীকে দরাজ সার্টিফিকেটই দেন রামদাস। বলেন, ‘‘তিন রাজ্যে ভোটের ফলের পর রাহুল গাঁধীর এবার বিয়ে করা উচিত। ‘পাপ্পু’ নয়, ‘পাপ্পা’ হওয়ার জন্য প্রস্তুতি শুরু করা উচিত।’’

তবে তিন রাজ্যে হারের দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাড়ে চাপাতে নারাজ অটওয়ালে। তিনি বলেন, ‘‘ভোটে হারার জন্য মোদী নন, দায়ী বিজেপি।’’

Advertisement

আরও পডু়ন: মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই মধ্যপ্রদেশে কৃষি ঋণ মকুব করলেন কমল নাথ

আরও পড়ুন: রাফাল আঁচে পুড়ল সংসদ, স্বাধিকার ভঙ্গের নোটিস শাসক-বিরোধী উভয় পক্ষের

তিন রাজ্যে ভোট গণনায় কংগ্রেসের ব্যাপক সাফল্যের পরই উচ্ছ্বসিত প্রশংসা করে টুইট করেছিলেন শত্রুঘ্ন সিনহা। তিনি লিখেছিলেন, রাহুল গাঁধী ‘ড্যাশিং অ্যান্ড চার্মিং’। একইসঙ্গে বলেন, ‘‘এবার মোদীকে নিয়ে প্রশ্ন উঠে গেল, কে পাপ্পু ছিল আর কে ফেকু ছিল।’’

শুধু তাই নয়, শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয় বিভাগে রাহুলের বিনম্র মনোভাবের প্রশংসা করা হয়। উল্টো দিকে লালকৃষ্ণ আডবাণীর মতো বর্ষীয়ান নেতাদের মোদী সম্মান করেন না বলেও সমালোচনা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement