Drug Racket Hyderabad

চিকিৎসকের বাড়িতে তল্লাশি অভিযান আবগারি দফতরের, বড় মাদকচক্রের হদিস মিলল হায়দরাবাদে

এসটিএফ সূত্রে খবর, চিকিৎসক পলের বাড়ি থেকে ছ’ধরনের মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারদর তিন লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৬:২০
Share:

হায়দরবাদে চিকিৎসকের বাড়ি থেকে মাদক উদ্ধার। ছবি: সংগৃহীত।

তেলঙ্গানায় এক চিকিৎসকের বাড়িতে মাদকের তল্লাশিতে গিয়ে হায়দরাবাদ জুড়ে বিশাল চক্রের হদিস পেল তেলঙ্গানার আবগারি দফতরের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শহরের মুসিরাবাদে চিকিৎসক জন পলের বাড়িতে সোমবার তল্লাশি অভিযানে গিয়েছিল এসটিএফ। চিকিৎসক পলকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাঁর তিন সহযোগী পলাতক।

Advertisement

এসটিএফ সূত্রে খবর, চিকিৎসক পলের বাড়ি থেকে ছ’ধরনের মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারদর তিন লক্ষ টাকা। চিকিৎসক শুধু মাদক কিনতেই না, মাদকের ব্যবসায় অর্থ বিনিয়োগও করতেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। চিকিৎসকের বাড়িটিকে মাদক পাচারের ডেরা বানানো হয়েছিল। পলের তিন সহযোগী প্রমোদ, সন্দীপ এবং শরৎ মাদক পাচারের কাজ করতেন। মাদর মূলত পাচার করা হত দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দরবাদে।

এসটিএফ জানিয়েছে, চিকিৎসকের মুসিরাবাদের বাড়িতে মাদক মজুত করা হয়। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহও করা হত। তেলঙ্গানার আবগারি দফতরের কাছে খবর আসে হায়দরবাদে একটি বড় মাদকচক্র চলছে। তার পরই তারা তদন্ত শুরু করে। তদন্তে নেমে আবগারি দফতর এক চিকিৎসকের হদিস পায়। তাঁর উপর নজরদারি চালানো হচ্ছিল বেশ কিছু ধরে। অবশেষে সোমবার আচমকাই ওই চিকিৎসকের বাড়িতে হানা দিয়ে প্রচুর মাদক উদ্ধার করে এসটিএফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement