ভূমিকম্পে বিপর্যস্ত উত্তর-পূর্ব সীমান্ত ডিভিশনের রেল চলাচল

রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পনের জেরে এনজেপি থেকে অসমগামী সব ট্রেনই দেরিতে চলছে। ঠিক সময় এনজেপিতে পৌঁছয়নি দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:৩৪
Share:

ইম্ফলে ভেঙে পড়েছে বাড়ি। এএফপি-র তোলা ছবি।

সোমবার ভোরে মণিপুরের ভূমিকম্পের জেরে বিপর্যস্ত হয় রেল চলাচল। সোমবার ভোর ৪টে ৩৮ নাগাদ ভূমিকম্প হয় মণিপুর, মিজোরাম, অসম-সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে। কম্পনের উত্সস্থল ইম্ফলের কাছে তমেঙলং।

Advertisement

রেল সূত্রে খবর, রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পনের জেরে এনজেপি থেকে অসমগামী সব ট্রেনই দেরিতে চলছে। ঠিক সময় এনজেপিতে পৌঁছয়নি দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস। ঘণ্টা দুয়েক দেরিতে চলছে পদাতিক এক্সপ্রেস। ঘণ্টা তিনেক দেরিতে চলছে দার্জিলিং এক্সপ্রেস বলে রেল সূত্রে খবর। দেরিতে চলছে কামাক্ষা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, অবধ অসম এক্সপ্রেসের মতো বহু দূরপাল্লার ট্রেনও।
রেলের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে বহু জায়গায় লাইনে ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানতে পরীক্ষা করা হয়। পরীক্ষার পরে ইঞ্জিন চালিয়ে দেখে নেওয়া হয়। নিশ্চিত হওয়া পর্যন্ত ট্রেনগুলিকে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়। ফলে পর পর জায়গায় আটকে পরে বহু ট্রেন।

এই সংক্রান্ত আরও খবর...

Advertisement

• মণিপুরে বড় ভূ-কম্প, হত পাঁচ, আহত ৫০, কেঁপে উঠল এ রাজ্যও
• পায়ের নীচের কংক্রিটের মেঝেতে তুমুল ঢেউ খেলে গেল
• ঘুম ভেঙে গেল প্রচণ্ড দুলুনিতে
• কেঁপে উঠল বাংলাদেশও, হত ৩
• বিপর্যয়ের ভূমিকম্প

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement