Rajasthan Incident

বিয়েতে রাজি করাতে ৬০০ কিলোমিটার পাড়ি, লাভ হল না, উল্টে প্রেমিকের হাতে খুন যুবতী!

গত ১০ সেপ্টেম্বর রাজস্থানের বাড়মেরে গিয়েছিলেন মুকেশ নামে ওই যুবতী। পরের দিন নিজের গাড়ি থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, প্রেমিকের হাতেই খুন হয়েছেন তিনি!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২২
Share:

(বাঁ দিকে) অভিযুক্ত যুবক মানারাম, মৃত যুবতী মুকেশ কুমারী (ডান দিকে)। —প্রতীকী চিত্র।

বিয়েতে রাজি করাতে প্রায় ৬০০ কিলোমিটার গাড়ি চালিয়ে প্রেমিকের কাছে যান রাজস্থানের যুবতী। চেষ্টা করেন রাজি করানোর। কিন্তু পরের দিন নিজের গাড়ি থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, প্রেমিকের হাতেই খুন হয়েছেন তিনি!

Advertisement

জানা গিয়েছে, রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা মুকেশ কুমারীর প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। স্থানীয় এক অঙ্গনওয়াড়ির তত্ত্বাবধানের কাজ করতেন তিনি। গত বছরে ফেসবুকে মানারাম নামে বাড়মেরের এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। তিনি পেশায় এক জন স্কুলশিক্ষক। দু’জনের বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়, গড়ায় প্রেমের সম্পর্কে। মুকেশ প্রায়ই ঝুনঝুনু থেকে গাড়ি করে বাড়মেরে যেতেন মানারামের সঙ্গে দেখা করতে। দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নেন। তবে মানারাম এ ব্যাপারে বেশি আগ্রহ দেখাতেন না। এই নিয়ে দু’জনের মধ্যে ঝগড়াও হত।

গত ১০ সেপ্টেম্বর বাড়মেরে গিয়েছিলেন মুকেশ। কিন্তু বাড়মেরে মানারামের গ্রামের বাড়ি চিনতেন না তিনি। গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করে মানারামের বাড়ি যান এবং পরিবারের লোককে তাঁদের কথা জানান মুকেশ। কিন্তু তাঁকে না জানিয়ে তাঁর বাড়িতে যাওয়ায় রেগে যান মানারাম। বিষয়টি থানা-পুলিশ পর্যন্তও গড়ায়।

Advertisement

পরে মুকেশকে মানারাম জানান, তিনি কথা বিয়ের ব্যাপারে কথা বলতে চান। অভিযোগ, সন্ধ্যায় লোহার রড দিয়ে মুকেশের মাথায় আঘাত করেন মানারাম। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর। তার পরে মুকেশের দেহ তাঁর গাড়িতে চাপিয়ে রাস্তার ধারে ফেলে দেন, যাতে বিষয়টি দুর্ঘটনা হিসাবে প্রমাণ করা যায়।

পরের দিন পুলিশ মুকেশের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা খুনের সন্দেহ করেন। সেই ভিত্তিতে মানারামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, পুলিশি জেরায় ভেঙে পড়েন মানারাম। স্বীকার করেন খুনের কথা। তার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement