পাত্রকে নিয়ে বিভ্রান্তির জেরে বিয়ে বাতিল করে দিল কনেপক্ষ। — প্রতীকী চিত্র।
পাত্রই নাকি বদলে গিয়েছেন। যাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আর যিনি বিয়ে করতে এসেছেন— দু’জন নাকি আলাদা ব্যক্তি। আর তা নিয়েই বিভ্রান্তি ছড়াল উত্তরপ্রদেশের রামপুরে। বিভ্রান্তির জেরে বিয়েই বাতিল করে দিল কনের পরিবার।
রামপুর জেলার শাহবাদের বাসিন্দা ওই কনের দাদা দিল্লিতে কর্মরত। সেখানেই এক পরিচিতকে তিনি জানান, বাড়িতে বোনের জন্য পাত্র দেখা হচ্ছে। সে বিষয়ে আলোচনার সময়েই তরুণীর দাদাকে হোয়াটস্অ্যাপে এক যুবকের ছবি পাঠান ওই ব্যক্তি। তিনি বলেন, ওই যুবকের পরিবারও ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছে। হোয়াটস্অ্যাপে পাঠানো ওই যুবকের ছবি কনের বাড়ির লোকেদের পছন্দ হয়ে যায়। সেই মতো দুই বাড়ির মধ্যে কথাবার্তা এগোয়। বিয়ের দিনও স্থির হয়ে যায়। গত ১৩ সেপ্টেম্বর তাঁদের বিয়ের কথা ছিল।
কিন্তু বিপত্তি ঘটে বিয়ের দিনই। কথা ছিল, বরযাত্রীর দলে প্রায় ৩০ জন থাকবেন। কিন্তু পাত্রের সঙ্গে এসেছিলেন হাতে গোনা কয়েক জন ব্যক্তি। গত শনিবার বিয়েবাড়িতে পাত্রের সঙ্গে বরযাত্রী হয়ে হাজির হন মাত্র সাত জন। তা দেখেই প্রথম সন্দেহ জাগে কনের বাড়ির লোকেদের। এর পরে তাঁর পাত্রের মুখ দেখতে চাইতেই বিভ্রান্তির সৃষ্টি হয়। কনের বাড়ির লোকেরা দাবি করতে থাকেন, হোয়াটস্অ্যাপে যে যুবকের ছবি পাঠানো হয়েছিল এবং যিনি বিয়ে করতে এসেছেন— দু’জন আলাদা ব্যক্তি। ছবি দেখে তা আবার যাচাইও করেন তাঁরা। তাতে বিষয়টি আরও স্পষ্ট হয় কনেপক্ষের কাছে।
এই বিভ্রান্তির জেরে ওই বিয়ে বাতিল করে দেন কনের বাড়ির লোকেরা। পরে ওই রাতেই অন্য এক যুবকের সঙ্গে কনের বিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। যদিও গত শনিবারের ওই ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ জানায়নি। ফলে কনেপক্ষের অভিযোগ সত্য কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।