এক মঞ্চে আসছেন রজনীকান্ত-কমল

দক্ষিণ ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের সংগঠনের উদ্যোগে ‘নাদিগর সঙ্গম’ নামে নয়া ভবন তৈরি করতে অর্থের প্রয়োজন।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০৩:২৬
Share:

রাজনীতিতেও দুই তারকাকে জোট বেঁধে নামতে দেখা যাবে কি!

এ বার এক মঞ্চে আসছেন দক্ষিণী ছবির দুই সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসন। সম্প্রতি রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছেন থালাইভা। আর হাসন বহু দিন আগে জানিয়েছিলেন রাজনীতিতে আসতে তাঁর আগ্রহের কথা। এখন সিনেমার মতো রাজনীতিতেও দুই তারকাকে জোট বেঁধে নামতে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত হয়ে তাঁরা কী করেন, সেটাই দেখার।

Advertisement

দক্ষিণ ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের সংগঠনের উদ্যোগে ‘নাদিগর সঙ্গম’ নামে নয়া ভবন তৈরি করতে অর্থের প্রয়োজন। এর জন্যই মালয়েশিয়ায় কাল থেকে দু’দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে। এতে যোগ দিতে গিয়েছেন রজনী। কমল পৌঁছবেন আমেরিকা থেকে। তামিল চিত্রজগতের প্রায় দু’শো জন এই অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া পৌঁছেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন