যুদ্ধ হলে ডাকব, জল মাপছেন রজনীকান্ত!

রাজনীতিতে এখনই যোগ না দিলেও যুদ্ধের ডাকটা দিয়ে রাখলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। শুক্রবারও তিনি অনুরাগীদের সামনে হাজির হয়ে বেশ খানিকটা সময় দেন তাঁদের। সেখানেই তিনি বলেন, ‘‘যুদ্ধ শুরু হলে আপনাদের ডাকব। তখন আসবেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:২৮
Share:

তারকা: এক ভক্তের সঙ্গে রজনীকান্ত। চেন্নাইয়ে। ছবি: পিটিআই।

রাজনীতিতে এখনই যোগ না দিলেও যুদ্ধের ডাকটা দিয়ে রাখলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। শুক্রবারও তিনি অনুরাগীদের সামনে হাজির হয়ে বেশ খানিকটা সময় দেন তাঁদের। সেখানেই তিনি বলেন, ‘‘যুদ্ধ শুরু হলে আপনাদের ডাকব। তখন আসবেন।’’

Advertisement

গত সপ্তাহেই বিজেপি নেতা পি রাধাকৃষ্ণনের কাছ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ওই সুপারস্টার। আর তার পরেই ভক্তদের সঙ্গে মেলামেশা শুরু করেছেন তিনি। ফলে তিনি রাজনীতিতে যোগ দেবেন কি না, তা নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে। যদিও জল্পনা উস্কে দিয়েই বারবার থেমে যাচ্ছেন ‘থালাইভার’। ঝেড়ে কাশছেন না। যেন জনসংযোগ বাড়ানোর পাশাপাশি জল মাপছেন। আঁচ করতে চাইছেন, তিনি রাজনীতিতে নামলে কতটা সাড়া দিতে পারেন দীর্ঘ দিন জয়ললিতা ও করুনানিধি শিবিরে দু’ভাগ হয়ে থাকা তামিলনাড়ুর মানুষ। রাজনীতিতে এলে বর্তমান কোনও দলে যোগ দেবেন, নাকি বিজেপির সাহায্যে নিজেই আলাদা দল গড়বেন, সে বিষয়েও ধোঁয়াশা রেখে দিয়েছেন রজনীকান্ত। এ সব নিয়ে সাংবাদিকদের যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।

কিন্তু কিছুতেই মিটছে না জল্পনা। রাজনীকান্ত এ দিন বলেন, ‘‘আমি কর্নাটকে ছিলাম মাত্র ২৩ বছর আর তামিলনাড়ুতে রয়েছি গত ৪০ বছর। আমি পুরোপুরি তামিল, আপনারাই আমায় তামিল বানিয়েছেন।’’ ৬৬ বছরের ওই দক্ষিণী অভিনেতার গলায় শোনা গিয়েছে ডিএমকে নেতা এম কে স্ট্যালিন ও পিএমকে সাংসদ অন্বুমণি রামডসের প্রশংসাও। আবার এরই পাশাপাশি তিনি বলেছেন, ‘‘গোটা ব্যবস্থাটাই পচে গিয়েছে। আমাদেরই তা বদলাতে হবে।’’

Advertisement

সেই ‘আমরা’টি কারা? আজও ভাঙেননি রজনীকান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন