সিনেমা শিল্প বাঁচাতে টুইট রজনীকান্তের

টুইট করে তামিলনাড়ু সরকারকে তিনি অনুরোধ করেছেন ছবির টিকিটের উপর থেকে ৩০ শতাংশ স্থানীয় কর তুলে নেওয়ার জন্য। থালাইভা লিখেছেন, ‘‘তামিল চলচ্চিত্রের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজি জড়িত। সরকারকে আমাদের আর্জি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ০৩:২০
Share:

তামিলনাড়ুর হলমালিক এবং পরিবেশকদের পাশে দাঁড়ালেন রজনীকান্ত।

Advertisement

জিএসটি-তে তামিল ছবির টিকিটের উপরেও কর বসেছে ২৮ শতাংশ। তামিল পুরসভাগুলিও ৩০ শতাংশ কর বসিয়েছে। প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘটে গিয়েছেন তামিলনাড়ুর হাজার খানেক হলমালিক। ফলে মার খাচ্ছে তামিল চলচ্চিত্র ব্যবসা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রজনীকান্ত। টুইট করে তামিলনাড়ু সরকারকে তিনি অনুরোধ করেছেন ছবির টিকিটের উপর থেকে ৩০ শতাংশ স্থানীয় কর তুলে নেওয়ার জন্য। থালাইভা লিখেছেন, ‘‘তামিল চলচ্চিত্রের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজি জড়িত। সরকারকে আমাদের আর্জি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’’

গত ২৯ জুন স্বাস্থ্য পরীক্ষার জন্য মার্কিন মুলুকে গিয়েছেন ৬৬ বছরের এই অভিনেতা। সেখান থেকেই টুইট করেছেন। কিছু দিন আগে তাঁর রাজনীতিতে আসা নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, এই টুইটে তা আরও এক বার গতি পেয়েছে। মুখ্যমন্ত্রী পলানীস্বামীর সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন তামিল ছবির প্রযোজকদের কাউন্সিল, দক্ষিণ ভারতীয় শিল্পী, হলমালিক এবং পরিবেশক সংগঠনের প্রতিনিধিরা। তবে রফাসূত্র না বেরনোয় আন্দোলন চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement