সাংবাদিক নিগ্রহে আশ্বাস রাজনাথের

আজ থেকে ঠিক এক মাস আগে বেঙ্গালুরুতে নিজের বাসভবনের বাইরে হত্যা করা হয়েছিল গৌরীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ০৩:৪০
Share:

ফাইল চিত্র।

আততায়ীর হাতে গৌরী লঙ্কেশের হত্যার পরে দেশের বিভিন্ন প্রান্তে খুনের হুমকি মিলছে সাংবাদিকদের। নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতা করলেই মেরে ফেলার এই হুমকি সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলেন সাংবাদিকদের একটি প্রতিনিধিদল। সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণ আটকাতে সরকার কড়া পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

আজ থেকে ঠিক এক মাস আগে বেঙ্গালুরুতে নিজের বাসভবনের বাইরে হত্যা করা হয়েছিল গৌরীকে। তার পর থেকে দিল্লি-সহ বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের চিহ্নিত করে তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বেশ কয়েকজন সাংবাদিককে হুমকি দিয়েছে, যদি তাঁরা মোদী সরকারের বিরোধিতা চালিয়ে যান, তা হলে তাঁদের হালও গৌরীর মতোই হবে। এ নিয়ে সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার দাবি নিয়ে বুধবার প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাজনাথের সঙ্গে দেখা করে। গৌরী হত্যার তদন্ত সহ সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনাগুলির তদন্ত কোন পর্যায়ে রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তাঁরা। প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের নিশানা করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজনাথ।

গৌরী হত্যার এক মাস কেটে গেলেও খুনের কিনারা হয়নি। তবে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘হত্যকারীকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তবে খুনি কে, তদন্তের স্বার্থে তা এখনই বলা যাবে না।’’ আজ গৌরীর পরিবারও জানিয়েছে, বিশেষ তদন্তকারী দল বা সিট-এর কাজে তাঁদের আস্থা রয়েছে। গৌরীর বোন কবিতা লঙ্কেশ বলেন, ‘‘আমরা সিট-এর অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাঁরা আশ্বাস দিয়েছেন, খুনিকে শীঘ্রই ধরে ফেলা সম্ভব হবে।’’ গৌরী হত্যার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি করছেন কি না— সে প্রশ্নে কবিতার মন্তব্য, ‘‘তদন্ত কী ভাবে এগোয়, তা সিদ্ধান্ত নেব।’’ গৌরীর ভাই ইন্দ্রজিৎ বলেন, গৌরীর হত্যাকারীর সূত্র মিললে গোবিন্দ পানসারে, নরেন্দ্র দাভোলকর, এম এম কালবুর্গির মতো মুক্তমনার উপরে হামলারও কিনারা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন