National News

হিজবুল হুমকিকে পাত্তা নয়, ইসলামাবাদ সফরে রাজনাথ

হিজবুল মুজাহিদিন হুমকি দেওয়া সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের ইসলামাবাদ সফর অপরিবর্তিতই থাকছে। সোমবার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন রাজনাথ। মন্ত্রকের এক শীর্ষ কর্তা বলেন, “মন্ত্রীদের নিরাপত্তা সম্পর্কিত বিষয়টি সম্পূর্ণ ভাবে উদ্যোক্তা দেশের দায়িত্ব।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ১১:৫৫
Share:

হিজবুল মুজাহিদিন হুমকি দেওয়া সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের ইসলামাবাদ সফর অপরিবর্তিতই থাকছে। সোমবার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন রাজনাথ। মন্ত্রকের এক শীর্ষ কর্তা বলেন, “মন্ত্রীদের নিরাপত্তা সম্পর্কিত বিষয়টি সম্পূর্ণ ভাবে উদ্যোক্তা দেশের দায়িত্ব।” রাজনাথের সফর পণ্ড করতে রবিবার হুমকি দিয়েছিলেন হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিন। লাহৌরে এক জনসভায় হিজবুল প্রধান অভিযোগ করেন, “কাশ্মীরে নিরাপরাধ মানুষের রক্ত ঝরাতেই সেনা মোতায়েন করেছে ভারত।” শুধু ভারতকেই নয়, রাজনাথের সফর ঘিরে জনসভায় পাক সরকারকেও একহাত নিতে ছাড়েননি হিজবুল প্রধান। গোটা বিষয়টি নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান। তবে ভারত যে ওই জঙ্গি গোষ্ঠীর হুমকি নিয়ে একেবারেই বিচলিত নয় এ দিন সে বার্তাই দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

পঠানকোটে জঙ্গি হামলা, হিজবুল নেতা বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উপত্যকায় উত্তপ্ত পরিস্থিতির পাশাপাশি কাশ্মীর নিয়ে পাকিস্তানের নিয়মিত উস্কানিমূলক মন্তব্য ঘিরে সম্প্রতি দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে রাজনাথের ইসলামাবাদ সফর ঘিরে অনিশ্চিয়তার বাতাবরণ তৈরি হয়েছিল। কিন্তু, শেষমেশ ইসলামাবাদের মঞ্চে দাঁড়িয়েই পাক সন্ত্রাস নিয়ে সরব হওয়ার পন্থা নিয়েছে ভারত। যদিও নয়াদিল্লির তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সার্ক সম্মেলনের ফাঁকে ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের কোনও সম্ভাবনা নেই।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সম্মেলনে পাক মদতে কাশ্মীর উপত্যকা তথা এ দেশে জঙ্গি সন্ত্রাসের বিষয়টি তোলা হবে। পাশাপাশি, ২৬/১১-র মামলা ছাড়াও পঠানকোটে হামলার ঘটনা নিয়েও তদন্তে গতি আনার কথাও বলা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন

পাক সন্ত্রাসের বিরুদ্ধে সার্কই মঞ্চ নয়াদিল্লির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন