2-DG

COVID in India: সোমবার থেকে বাজারে ডিআরডিও-র কোভিডের ওষুধ, প্রথম দিন বিলি হবে ১০ হাজার প্যাকেট

২-ডিজি এক ধরনের থেরাপিউটিক প্রয়োগ। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, কোভিড রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০২১ ০৮:৫১
Share:

২-ডিজির প্যাকেট। ছবি টুইটার থেকে নেওয়া।

কোভিডের চিকিৎসায় ব্যবহারের জন্য ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সোমবার তা আনুষ্ঠানিক ভাবে সামনে আনবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এর পরই বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে ২-ডিজির ১০ হাজার প্যাকেট।

Advertisement

২-ডিজি এক ধরনের থেরাপিউটিক প্রয়োগ যা কোভিড রোগীদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ। উপসর্গ কমাতেও সাহায্য করে এটি। ২-ডিজি দিয়ে যাঁদের চিকিৎসা করা হয়েছে, তাঁদের অক্সিজেন নির্ভরতা কমেছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

হায়দরাবাদের রেড্ডিজ ল্যাবরেটরিজের সঙ্গে যৌথ উদ্যোগে ২-ডিজি তৈরি করেছে ডিআরডিও-এর পরীক্ষাগার নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস)। এই ওষুধ আসবে প্যাকেটে। পাউডারের আকারে। যা জলে গুলে খেতে হবে। মানুষের শরীরে ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া, বৃদ্ধি হওয়া আটকায় এই ওষুধ। তাই করোনার বিরুদ্ধে লড়াই করতে ২ডিজি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

২০২০ সালের এপ্রিলে বিজ্ঞানীরা পরীক্ষাগারে দেখেছিলেন করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করছে এটি। গত বছরের অক্টোবরে এর দ্বিতীয় দফা ট্রায়াল চালানো হয় মোট ১৭টি হাসপাতালে। এতে সাফল্য আসতেই গত বছর ডিসেম্বর থেকে এ বছর মার্চ অবধি চলে তৃতীয় ট্রায়াল। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং তামিলনাড়ুর মোট ২৭টি কোভিড হাসপাতালে চলেছে তৃতীয় ট্রায়ালের কাজ। ট্রায়ালের বিস্তারিত রিপোর্ট ডিসিজিআই-এর কাছে জমা দেওয়ার পর জরুরিকালীন ব্যবহারের জন্য মেলে ছাড়পত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন