শহরে সম্পর্ক অভিযান বিজেপির

মহাসম্পর্ক অভিযানে নামল বিজেপির শিলচর শহর কমিটি। ৩০ জনের একটি দল বিজেপির বরাক উপত্যকা সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে, বিধায়ক দিলীপকুমার পাল, পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজদীপ রায়, দলীয় কর্মকর্তা বিমলেন্দু রায় ও শান্তনু নায়েকের বাড়ি যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৩৬
Share:

মহাসম্পর্ক অভিযানে নামল বিজেপির শিলচর শহর কমিটি। ৩০ জনের একটি দল বিজেপির বরাক উপত্যকা সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে, বিধায়ক দিলীপকুমার পাল, পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজদীপ রায়, দলীয় কর্মকর্তা বিমলেন্দু রায় ও শান্তনু নায়েকের বাড়ি যান। তাঁদের সঙ্গে দলীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন, পরামর্শ চান। কয়েক দিন আগে তাঁরা একই ভাবে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাড়ি। দলের বিশিষ্ট নেতৃবৃন্দের বাড়িতে অভিযান শুরু করলেও শহর কমিটির সভাপতি দীপায়ন চক্রবর্তী জানান, তাঁদের মূল লক্ষ্য দলের নতুন সদস্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। জায়গায় জায়গায় প্রচুর লোক বিজেপির সদস্যপদ নিয়েছেন। তাঁদের সঙ্গে দলীয় নেতৃত্বের সম্পর্ক গড়ে তোলার নির্দেশ পাঠিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাই জুলাই মাসে শহরের ৩৫ হাজার বিজেপি সদস্যের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন শিলচরের বিজেপি নেতারা। তবে সব জায়গায় শহর কমিটির নেতৃবৃন্দের যাওয়া সম্ভব নয়। তাই বুথ কমিটিগুলিকে নতুন সদস্যদের সঙ্গে সম্পর্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ৬ জুলাই একযোগে শহরের সমস্ত বুথ কমিটি অভিযানে নামবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement