National News

ডেরায় বিগ বস-এর মতো শো চালাতেন রাম রহিম!

সাংবাদিক বৈঠক ডেকে বিশ্বাস জানান, প্রতিযোগীদের শাস্তিও দিতেন রাম রহিম। সেই শো-এর বিজয়ী হয়েছিলেন হানিপ্রীত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:২৬
Share:

গুরমিত রাম রহিম।

গুরমিত রাম রহিম নাকি ডেরার সদর দফতরের ভিতর বিগ বস-এর মতো রিয়্যালিটি শো চালাতেন! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন হানিপ্রীত ইনসানের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্ত। তিনি বলেন, “রাম রহিম গুফার ভিতরে বিগ বস-এর মতো শো চালু করেছিলেন। সেই শো-এ ছ’টি দম্পতিকে অংশ নিতে হয়েছিল। ২৮ দিন ধরে সেই শো চলে।”

Advertisement

আরও পড়ুন: পালিয়ে হিমাচলে গা ঢাকা দেওয়ার ছক কষেছিল ‘বাবা’ রাম রহিম

আরও পড়ুন: ডেরায় ছ’শো কঙ্কাল, ‘সিট’কে জানাল ‘বাবা’র অনুচর

Advertisement

সাংবাদিক বৈঠক ডেকে বিশ্বাস জানান, প্রতিযোগীদের শাস্তিও দিতেন রাম রহিম। সেই শো-এর বিজেতা হয়েছিলেন হানিপ্রীত। বিশ্বাস আগেই অভিযোগ এনেছিলেন, হানিপ্রীত রাম রহিমকে নিজের মেয়ে বলে দাবি করলেও তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। এ বার ডেরার শো-এর তথ্যও জনসমক্ষে আনলেন তিনি। আগেই রকস্টার ‘বাবা’ গুরমিত রাম রহিমের ডেরায় অত্যাধুনিক হাসপাতালের খোঁজ মিলেছিল। প্রত্যাশিত ভাবে যে হাসপাতালের প্রধান রাম রহিম নিজেই। সেই হাসপাতালে দেদার গর্ভপাতের প্রমাণও মিলেছে। পঞ্জাব পুলিশ এ বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছে। সূত্রের খবর, গর্ভপাত করানোর কাজে বিন্দুমাত্র সরকারি অনুমতির তোয়াক্কা করা হত না। শুধু তাই নয়, ডেরা থেকে লাশ পাচার হওয়ার মতো খবরও প্রকাশ্যে আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement