Political News

রামাইয়ার গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল বিক্ষোভকারীরা

কর্নাটকের অভিনেত্রী এবং কংগ্রেসের প্রাক্তন সাংসদ রামাইয়ার কনভয় লক্ষ্য করে ডিম ছুড়ল কিছু বিক্ষোভকারী। বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ২১:২১
Share:

কর্নাটকের অভিনেত্রী এবং কংগ্রেসের প্রাক্তন সাংসদ রামাইয়ার কনভয় লক্ষ্য করে ডিম ছুড়ল কিছু বিক্ষোভকারী। বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে। পাকিস্তান প্রসঙ্গে রামাইয়ার ‘বিরূপ’ মন্তব্যের জেরেই এমনটা করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক শিবিরের একাংশ।

Advertisement

আরও পড়ুন: ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, বলছেন রামাইয়া

সর্বকনিষ্ঠ সাংসদ হিসাবে সার্কের এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে ইসলামাবাদ গিয়েছিলেন রামাইয়া। দেশে ফেরার পর তিনি বলেছিলেন, ‘‘পাকিস্তান কোনও নরক নয়। ওখানকার মানুষও আমাদের মতোই। ওঁরা আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছেন।’’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এর পরেই ‘দেশদ্রোহিতার’ অভিযোগ তুলে রামাইয়ার বিরুদ্ধে মামলা ঠুকেছেন কর্নাটকের এক আইনজীবী। সেই মামলার শুনানি রয়েছে আগামী ২৭ অগস্ট। বিজেপি এবং এবিভিপি-র কর্মীরা তাঁর মন্তব্যকে ‘ভারত-বিরোধী’ দাবি করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। যদিও এত সমালোচনার মধ্যেও রামাইয়া জানিয়েছেন, তিনি মাথা নোয়াতে রাজি নন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement