প্রতীকী ছবি।
নোটকাণ্ডের পর যখন দেশের অনেক হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিয়েছে, বিনামূল্যে চিকিত্সার সমস্ত রকম সুযোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল রাঁচীর একটি বেসরকারি হাসপাতাল। ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পরই বিপাকে পড়ে বহু মানুষ। চিকিত্সার ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়ে। সরকারের নির্দেশ সত্ত্বেও অনেক হাসপাতাল রোগীর আত্মীয়দের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট নিতে অস্বাকীর করে। ফলে অনেকেই চিকিত্সা করাতে না পেরে চরম ভোগান্তির মুখে পড়ে। শুক্রবারই মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালে ঠিক একই কারণে চিকিত্সা না পেয়ে এক শিশুর মৃত্যু হয়। সেখানে রাঁচির এই বেসরকারি হাসপাতাল বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়ায়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ১০-১৩ নভেম্বর পর্যন্ত তারা চিকিত্সার যাবতীয় সুযোগ দেবে। হাসপাতালের এক চিকিত্সকের কথায়, “প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। এটা খুব জরুরি ছিল। এর থেকেও জরুরি মানুষের প্রাণ বাঁচানো। টাকাটা বড় নয়।”
নোট বাতিলের পর হাসপাতালগুলোতে আসা মানুষগুলো খুবই অসহায় হয়ে পড়েন। চিকিত্সা করাতে, ওষুধ কিনতে পকেটে টাকা থাকলেও কিনতে পারছেন না। অনেক ওষুধের দোকানই মুখ ফিরিয়ে নিয়েছে, খুচরোর অজুহাত দিয়ে। হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে বাধ্য হয়ে। হাসপাতালের কাছে থাকা এটিএমগুলো গিয়েও কোনও সুরাহা করতে পারছেন না তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যদিও টাকা পাচ্ছেন, তা-ও খুব সীমিত।
আরও খবর...