হেলমেট নিশ্চিত করতে রাঁচির রাস্তায় মহর্ষি নারদ!

হেলমেটহীন এক মোটরবাইক চালক যুবক দাঁড়িয়ে ছিলেন রাঁচির অ্যালবার্ট এক্কা চকে। হঠাৎ তাঁর কানে কে যেন ফিসফিস করে বলে উঠল, ‘‘নারায়ণ, নারায়ণ।’’ বাইক আরোহী চমকে তাকিয়ে দেখেন, পাশে দাঁড়িয়ে আছেন ‘মহর্ষি নারদ’।

Advertisement

আর্যভট্ট খান

রাঁচি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ১৬:১৫
Share:

রাঁচির রাস্তার পরিচিত ছবি। নিজস্ব চিত্র।

হেলমেটহীন এক মোটরবাইক চালক যুবক দাঁড়িয়ে ছিলেন রাঁচির অ্যালবার্ট এক্কা চকে। হঠাৎ তাঁর কানে কে যেন ফিসফিস করে বলে উঠল, ‘‘নারায়ণ, নারায়ণ।’’ বাইক আরোহী চমকে তাকিয়ে দেখেন, পাশে দাঁড়িয়ে আছেন ‘মহর্ষি নারদ’। তাঁর খরতালে তাল ঠুকে বললেন, ‘‘তুম নে হেলমেট নেহি পহেনা বেটা! তব তো তুম বহত জল্দ যমালয় পৌঁছ যাওগে!’’

Advertisement

বাইক আরোহীদের সতর্ক করতে ও হেলমেট পরার পরামর্শ দিতে রাঁচির ট্রাফিক পুলিশের উদ্যোগে রাঁচির রাস্তায় ছড়িয়ে পড়েছেন মহর্ষিরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। বাইক-আরোহীদের জানাচ্ছেন, স্বর্গ থেকে তিনি লক্ষ করে দেখেছেন, প্রচুর মর্ত্যবাসী হেলমেট ছাড়া মোটরবাইক চালাচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছেন। তাই স্বয়ং তাঁর প্রভু তাঁকে স্বর্গ থেকে মর্ত্যে নেমে মোটরবাইক চালকদের হেলমেট পরার পরামর্শ দিতে বলেছেন।

নারদ মুনিরা শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত হচ্ছেন না। বিনা হেলমেট মোটরবাইক আরোহীকে ধরে একটি শোলার মুকুটও পরিয়ে দিচ্ছেন। এবং তার পর তার সঙ্গে একটা সেলফিও তুলছেন। সর্তক করছেন, এর পর যেন ফাঁকা মাথায় তাঁকে না দেখা যায়।

Advertisement

রাস্তাঘাটে ‘মজা’ হলেও এই অভিনব প্রয়াস বেশ কার্যকরী হয়েছে বলে দাবি করছেন ট্রাফিক এসপি সঞ্জয় রঞ্জন সিংহ। তাঁর কথায়, ‘‘একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রচার চালানো হচ্ছে। নারদ মুনির আশপাশে ট্রাফিক পুলিশও থাকছেন। প্রথম বার সর্তক করে ছেড়ে দেওয়া হচ্ছে। পরের বার আবার ধরা পড়লে জরিমানা ১০০ টাকা।’’

রাঁচর বিরসা চকের সামনে এ রকমই এক মোটরবাইক চালক বিনা হেলমেটে ধরা পড়ে বেশ বিব্রত। মহর্ষি নারদও ছাড়বার পাত্র নন। পরামর্শ দিয়ে আবার সেলফি তুলে নিলেন। এর পরই ঘটনাস্থলে হাজির হলেন কয়েক জন ট্রাফিক পুলিশকর্মী। ওই সেলফি সোজা চলে গেল পুলিশের মোবাইলে। ফের ধরা পড়লেই জরিমানা।

এই প্রচারে কোনও কোনও জায়গায় ট্রাফিক এসপি নিজেও ঘুরছেন নারদ মুনির আশপাশে। তিনি বলেন, ‘‘কথা শুনছে না মানুষজন। তাই ঠাকুর দেবতার আশ্রয়। এই প্রচারকে আরও জোরদার করতে হনুমানজিকেও রাঁচির রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে।’’

আরও পড়ুন:
ভুয়ো লগ্নি ঠেকাতে ক্ষমতা ডিএমদের, আইনের সিদ্ধান্ত কেন্দ্রের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন