প্রতীকী ছবি।
যাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছিল, সেই যুবকই জেল থেকে ছাড়া পেয়ে নির্যাতিতাকে খুনের চেষ্টা করলেন। যদিও বরাতজোরে বেঁচে গিয়েছেন নির্যাতিতা। ঘটনাটি দিল্লির বসন্ত বিহার এলাকায়। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত বছর আবিজুর সফি নামে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেফতারও হন তিনি। সম্প্রতি অন্তর্বর্তী জামিনে ছাড়া পান সফি। জেল থেকে ছাড়া পেয়েই তিনি নির্যাতিতাকে অনুসরণ করা শুরু করেন। কোথায়, কখন যাচ্ছেন সব গতিবিধি লক্ষ রাখছিলেন। বুধবার কাজে যাচ্ছিলেন মহিলা। অটোতে করে যাওয়ার সময় একটি বাইকে চেপে দু’জন আসেন। খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তার পর মহিলাকে উদ্ধার করে এমসে ভর্তি করায়। অটোচালক রঞ্জিত জানিয়েছেন, বাইকে করে দু’জন আসেন, মহিলা যাত্রীকে গুলি করে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ থেকে দুই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। তার পর এক জনকে বৃহস্পতিবার, আর এক অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত যুবক সফির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন মহিলা। সেই আক্রোশ ছিল। জামিন পেয়েই মহিলাকে খুনের চেষ্টা করেন। সফি ছাড়াও তাঁর সঙ্গী আমন শুক্লকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কি না খতিয়ে দেখছে তারা।