—প্রতীকী চিত্র।
মধ্যপ্রদেশের ইনদওরে সরকারি হাসপাতালে আইসিউয়ে ইঁদুরের তাণ্ডব। দুই সদ্যোজাতের আঙুল এবং মাথায় কামড়ে দিল ইঁদুর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, গত সপ্তাহে জন্ম হয়েছে দু’টি শিশুর। তাদের রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতাল মহারাজা যশবন্তরাও চিকিৎসালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিকু)-এ ভর্তি করানো হয়েছিল। দু’টি শিশুকে আহত অবস্থায় দেখতে পান নার্সরা। তার পরই তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন, সদ্যোজাতদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি ইঁদুর। তা থেকেই সন্দেহ, সদ্যোজাতদের কামড়েছে ইঁদুরগুলি।
হাসপাতাল সুপার চিকিৎসক অশোক যাদব জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে শিশু দু’টি নিরাপদ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করা হচ্ছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। রোগীদের আত্মীয়দের বাইরের খাবার ওয়ার্ডে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কারও কোনও গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুপার।