Uttarakhand Rain

উত্তরাখণ্ডে আরও ভারী বৃষ্টির সতর্কতা, ১০ জেলায় বন্ধ স্কুল! ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত চারধাম যাত্রা

মৌসম ভবন জানিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে ব্জ্রবিদ্যুৎ-সহ ভারী এবং অতি ভারী বৃষ্টি শুরু হবে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৬
Share:

ধস এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ছবি: পিটিআই।

বৃষ্টি থেকে এখনই রেহাই পাচ্ছে না উত্তরাখণ্ড। বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। ইতিমধ্যেই রাজ্যের কিছু জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যের দশ জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চারধাম এবং হেমকুণ্ড সাহিব যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। ধস এবং হড়পা বানপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে ব্জ্রবিদ্যুৎ-সহ ভারী এবং অতি ভারী বৃষ্টি শুরু হবে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে। ফলে হড়পা বান এবং ধস নামার আশঙ্কা বাড়ছে ওই জেলাগুলিতে। পৌড়ী গঢ়ওয়াল, উত্তরকাশী, চমোলী, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল, উধম সিংহ নগর, অলমোড়া, চম্পাবত, পিথৌরাগড় এবং বাগেশ্বরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবন আরও জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় অলমোড়া, দেহরাদূন, নৈনিতাল, টিহরী গঢ়ওয়াল, রুদ্রপ্রয়াগ, পিথৌরাগড়ে অতি ভারী বৃষ্টি হবে। উত্তরকাশীর স্যানচট্টি সেতু ছুঁয়ে ফেলেছে যমুনার জল। যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। গঢ়ওয়ালের বাণগঙ্গা, অলকানন্দা, মন্দাকিনীর জলস্তর ভয়ঙ্কর ভাবে বেড়েছে। ধসের জেরে রাজ্যের ৩৮৪টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে উত্তরকাশীতে ৭০টি, টিহরীতে ৩১, চমোলীতে ৫১, রুদ্রপ্রয়াগে ৩৯, দেহরাদূনে ৪৮, পিথৌরাগড়ে ২৮, অলমোড়ায় ৩৮, নৈনিতালে ২৫টি রাস্তা বন্ধ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement