Nitish Kumar

Nitish Kumar: আরজেডির হাত ধরবেন আগেই জানতেন, একদা ঘনিষ্ঠের মন্তব্যে নীতীশ বললেন, ‘আরে ছাড়ুন তো!’

আবারও নীতীশ কুমারকে খোঁচা দিলেন প্রাক্তন ঘনিষ্ঠ আরসিপি সিংহ। দাবি করলেন, তিনি যে দল বদলাবেন, আগেই জানতেন। কান দিলেন না নীতীশ।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ২২:৩৩
Share:

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফাইল চিত্র।

লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর হাত ধরবেন নীতীশ, আগেই জানা ছিল! মন্তব্য করেন নীতীশেরই প্রাক্তন ঘনিষ্ঠ আরসিপি সিংহ। আর তা শোনার পর স্বকীয় ভঙ্গিতেই এড়িয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘আরে ছাড়ুন তো!’’

Advertisement

এককালে নীতীশ-ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন আরসিপি। কিন্তু মাস কয়েক আগে সেই আরসিপিরই রাজ্যসভার মেয়াদ বাড়াতে অস্বীকার করেন নীতীশ। গত মাসে জেডিইউ ছেড়ে বেরিয়ে আসেন আরসিপি। এর পরেই তাঁকে শোকজ নোটিস দিয়ে দুর্নীতির অভিযোগ আনেন নীতীশ।

বৃহস্পতিবার ছাপড়ায় সাংবাদিকদের আরসিপি জানান, আরজেডির সঙ্গে যে জেডিইউ হাত মেলাবে তা জানাই ছিল। তাঁর কথায়, ‘‘আর কীই বা করার ছিল ওদের?’’

Advertisement

পরে এই নিয়ে প্রশ্ন করা হয় নীতীশকে। পাশে ছিলেন তখন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জবাবে নীতীশ বলেন, ‘‘আরে ছাড়ুন তো।’’ প্রসঙ্গত, তিনি অভিযোগ করেছিলেন, এই আরসিপির মাধ্যমেই জেডিইউতে ভাঙন ধরানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেমন করেছেন মহারাষ্ট্রে।

বৃহস্পতিবার আরসিপিও কিছু কম কটাক্ষ করেননি নীতীশকে। তিনি প্রশ্ন তোলেন, ‘‘আর কত বার দল বদল করবেন তিনি (নীতীশ)? চার বার করে ফেলেছেন— ১৯৯৪, ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালে।’’

আরসিপি কি এখন বিজেপিতে যোগ দেবেন? জবাবে বলেন, এখন তিনি বিহারে ঘুরে সমর্থকদের সঙ্গে কথা বলছেন। তার পরেই সিদ্ধান্ত নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন