সেনাকর্তার দাবি

আলফা-খাপলাং-কেএলও ও মণিপুরি জঙ্গিদের যৌথ মঞ্চ দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন সেনাবাহিনীর ৪ কোরের জি-ও-সি লেফটেন্যান্ট জেনারেল শরত চাঁদ।

Advertisement
শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:৫৩
Share:

আলফা-খাপলাং-কেএলও ও মণিপুরি জঙ্গিদের যৌথ মঞ্চ দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন সেনাবাহিনীর ৪ কোরের জি-ও-সি লেফটেন্যান্ট জেনারেল শরত চাঁদ। রবিবার তেজপুরে তিনি বলেন, ‘‘২৪ ডিসেম্বরের ঘটনার পর শ’তিনেক এনডিএফবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে ১২ জঙ্গি। এতে ওই সংগঠন শক্তিহীন হয়ে পড়েছে।’’ তাঁর দাবি, এর জেরে গত ছ’মাসে নামনি অসম ও কোকরাঝাড়ে হামলা চালাতে পারেনি এনডিএফবি। নামনি অসমে প্রতিষ্ঠা দিবসের পতাকা তুলতে পারেনি আলফাও। জি-ও-সি বলেন, ‘‘এ বারও ওই জোটের আয়ু বেশি হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement