Election News

৩০০ ছাপানো জয়! ১৯৫১ আর ১৯৭৭ ছাড়া আর এমন হয়নি

একক ভাবে কোনও রাজনৈতিক দলের এমন জয় এর আগে মাত্র দু’বার দেখেছে উত্তরপ্রদেশ। প্রথম বার ১৯৫১-৫২ এবং তার পর ১৯৭৭-এ। ফের ৪০ বছর পর এ বার একক ভাবে কোনও দল ৩০০ আসনের দরজা পেরোল। বিজেপি-র এমন ফল রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে পড়িয়ে দিচ্ছে অতীত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১৭:৪১
Share:

বিজেপির জয়ের উল্লাস। ছবি: পিটিআই।

একক ভাবে কোনও রাজনৈতিক দলের এমন জয় এর আগে মাত্র দু’বার দেখেছে উত্তরপ্রদেশ। প্রথম বার ১৯৫১-৫২ এবং তার পর ১৯৭৭-এ। ফের ৪০ বছর পর এ বার একক ভাবে কোনও দল ৩০০ আসনের দরজা পেরোল। বিজেপি-র এমন ফল রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে পড়িয়ে দিচ্ছে অতীত।

Advertisement

অন্য দু’বারের সঙ্গে উত্তরপ্রদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কিন্তু কোনও মিল নেই। ওই দু’বারই গোটা দেশ জুড়ে অন্য এক আবহ ছিল। ১৯৫১-৫২তে প্রথম বার দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ সদ্য স্বাধীন হওয়ার পর সাধারণ মানুষের আবেগ কংগ্রেস-আবেগ তখন চরমে। সেই সময় উত্তরপ্রদেশে মোট আসন ছিল ৪৩০টি। এর মধ্যে কংগ্রেস একক ভাবে ৩৮৮টি আসন পায়। এর পর ১৯৭৭ সাল। এ ক্ষেত্রেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করার পরেই সেই সময় নির্বাচনে গিয়েছিল কংগ্রেস। তার ফল মিলেছিল ভোটের ফলে। সে বার উত্তরপ্রদেশে মোট আসন ছিল ৪২৫। সেই সময় কংগ্রেস বিরোধী হাওয়া বইছে দেশ জুড়ে। সে বার উত্তরপ্রদেশে জনতা দল পেয়েছিল ৩৫২টি আসন।

আরও খবর: ফল বলছে, মোদীর নোট বাতিলে আস্থাই রেখেছেন গরিব মানুষ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement