Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’-এর জন্য ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার রিলায়্যান্সের, কী জানাল মুকেশের সংস্থা

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা ৪২ মিনিটে ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্ক পাওয়ার জন্য প্রথম আবেদন করেছিল মুকেশ অম্বানীর সংস্থা। তার পর তা প্রত্যাহারও করে নিল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:৩৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্ক চেয়ে বুধবার আবেদন করেছিল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডস্ট্রিজ় লিমিটেড। তা নিয়ে বিতর্ক শুরু হতেই বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিল, ওই আবেদন প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

কারণ হিসাবে সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের একটি ইউনিট জিও স্টুডিয়োজ়। তার এক জন অধস্তন কর্মীর অসাবধানতায় এই আবেদন দাখিল হয়েছিল। তার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’’ রিলায়্যান্স এ-ও জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামটি সারা দেশের গৌরবের, ভারতের বীরত্বের সঙ্গে জুড়ে গিয়েছে। তার ট্রেডমার্ক নেওয়ার কোনও অভিপ্রায় তাদের নেই। এবং প্রেস বিবৃতিতে এ-ও লেখা হয়েছে, সমগ্র রিলায়্যান্স ইন্ডাস্ট্রি সরকার তথা ভারতীয় নিরাপত্তাবাহিনীর পক্ষে রয়েছে।

পহেলগাঁওয়ে হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। অভিযানের ২৪ ঘণ্টার মধ্যেই ‘অপারেশন সিঁদুর’ শব্দবন্ধের ট্রেডমার্ক চেয়ে চার-চারটি আবেদন জমা পড়ে কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ন’টি জায়গায় বিমানহানা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। তার সপক্ষে অজস্র ছবি, ভিডিয়োও প্রকাশ্যে আনা হয়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা ৪২ মিনিটে ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্ক পাওয়ার জন্য প্রথম আবেদন করেছিল মুকেশ অম্বানীর সংস্থা। তার পর তা প্রত্যাহারও করে নিল তারা।

Advertisement

মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাতের পরে গোটা ঘটনাক্রম সম্পর্কে সংবাদমাধ্যমকে জানানোর জন্য বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ সাংবাদিক বৈঠক শুরু করে সেনা। সেখানে উপস্থিত ছিলেন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি। মধ্যমণি ছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। প্রায় এক ঘণ্টা ধরে চলে ওই সাংবাদিক বৈঠক (মিডিয়া ব্রিফিং)। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের ওয়েবাসাইট অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যখন সাংবাদিক বৈঠক চলছে, সেই সময়েই ওই নামে ট্রেডমার্কের জন্য আবেদন জানানো হয়েছিল রিলায়্যান্সের তরফে।

রিলায়্যান্সের আবেদনের এক ঘণ্টার মধ্যে বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে ট্রেডমার্কের জন্য আবেদন করেন মুম্বইয়ের অধিবাসী মুকেশ চেত্রম আগরওয়াল। বেলা ১২টা ১৬ মিনিটে ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্কের জন্য আবেদন জানান ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিংহ। সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে ট্রেডমার্কের জন্য নাম নথিভুক্ত করান দিল্লির অধিবাসী অলোক কোঠারি। প্রত্যেক আবেদনকারীরই উদ্দেশ্য প্রায় অভিন্ন। প্রত্যেকেই জানিয়েছিলেন, তাঁরা মনোরঞ্জন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ় নির্মাণ, শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ, প্রকাশনার জন্য ট্রেডমার্কের আবেদন করছেন। রিলায়্যান্স আবেদন প্রত্যাহার করার পরে বাকি তিন জন কী করেন, তা-ও ভবিষ্যতই বলবে।

কৌতূহল হল, সেনা অভিযানের নাম কি এই ধরনের বাণিজ্যিক ট্রেডমার্ক হিসাবে ব্যবহৃত হতে পারে? ট্রেডমার্ক সংক্রান্ত আইন বলছে, এই ধরনের অভিযানের নামকে প্রতিরক্ষা মন্ত্রক সাধারণত বৌদ্ধিক সম্পত্তি হিসাবে দাবি করে না। সে ক্ষেত্রে আইনত বাধা নেই। সরকার আপত্তি না-জানালে ট্রেডমার্ক পাওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকার কথা নয়। আবার সরকার আপত্তি জানালে জটিলতাও তৈরি হতে পারে ট্রেডমার্ক পাওয়ার ক্ষেত্রে। ১৯৯৯ সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী কোনও নাম বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হলে, তা যদি বিভ্রান্তিকর, মানুষের ভাবাবেগের পরিপন্থী হয়, তা হলে স্বত্ব না-ও দেওয়া হতে পারে। অনেক ক্ষেত্রে ট্রেডমার্ক দেওয়ার পরে প্রত্যাহার করারও নজির রয়েছে।

ট্রেডমার্ক পাওয়ার নিয়ম কী?

আইন বলছে, কোনও সংস্থা বা ব্যক্তি প্রথমে আবেদন করলেই যে ট্রেডমার্ক পাবেন, তা না-ও হতে পারে। কারণ, প্রথমে ট্রেডমার্কের জন্য নাম নথিভুক্ত করাতে হয়। তার পর তা জার্নালে প্রকাশ করতে হয়। কেউ আপত্তি জানালে, তা খতিয়ে দেখে শিল্প ও বাণিজ্য মন্ত্রক। তার পর সব ঠিক থাকলে ট্রেডমার্ক দেওয়া হয়। রিলায়্যান্স আবেদন প্রত্যাহার করার পরে বাকি তিন জনের উপরেও ‘চাপ’ তৈরি হবে বলে অনুমান অনেকের। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তা সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement