Natioanal News

নতুন ২০ টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক

শীর্ষ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, নতুন এই নোটে ‘এস’ অক্ষরটি নম্বর প্যানেলের মধ্যে রাখা হবে। পাশাপাশি থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৭:৩৯
Share:

কিছু দিন আগেই নতুন ২০০ টাকার নোট আনার কথা জানানো হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(আরবিআই)-এর তরফে। এ বার নতুন সিরিজের ২০ টাকার নোট আনার কথা ঘোষণা করল আরবিআই।

Advertisement

শীর্ষ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, নতুন এই নোটে ‘এস’ অক্ষরটি নম্বর প্যানেলের মধ্যে রাখা হবে। পাশাপাশি থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষরও। ২০১৬-র সেপ্টেম্বরে ২০ টাকার নোটের একটি নতুন সিরিজ এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক। পুরনো সিরিজের ওই নোটগুলিতে নম্বর প্যানেলে ছিল ‘আর’ অক্ষরটি। এ বার সেই জায়গাতেই থাকবে ‘এস’ অক্ষর। বাকি সমস্তটাই ২০০৫ সালের ইস্যু করা মহাত্মা গাঁধী সিরিজের ২০ টাকার নোটের মতোই থাকবে।

পাশাপাশি শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, নতুন নোট বাজারে এলেও চলতি সমস্ত নোট বৈধ থাকবে।

Advertisement

আরও পড়ুুন: চিনে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement