National news

সরকারি হাসপাতাল ফেরালে প্রাইভেটে এ বার নিখরচায় চিকিৎসা দিল্লিতে

নিবার সে কথা ঘোষণা করেন তিনি। তবে এর কিছু শর্ত রয়েছে। কী সেই শর্ত?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১৩:৪৮
Share:

ফাইল চিত্র।

সরকারি হাসপাতালে জায়গা না পেলেই এ বার নিখরচায় চিকিৎসা করবে বেসরকারি হাসপাতাল! নতুন স্বাস্থ্য প্রকল্পে দিল্লিবাসীদের জন্য এমনই সুযোগ নিয়ে এল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শনিবার সে কথা ঘোষণা করেন তিনি। তবে এর কিছু শর্ত রয়েছে।

Advertisement

কী সেই শর্ত?

কেজরীবাল জানান, সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য যদি কোনও রোগীকে ন্যূনতম এক মাস অপেক্ষা করতে হয়, তা হলে তাঁর চিকিৎসা বেসরকারি হাসপাতালে করানো হবে। এর জন্য কোনও খরচ লাগবে না। সে ক্ষেত্রে অবশ্য সংশ্লিষ্ট সরকারি হাসপাতালকেই উপযুক্ত কারণ দেখিয়ে রোগীকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করতে হবে। সেই কাগজপত্র খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর। তার পরই রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে কেজরীবাল কথাও বলেছেন। দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং নয়ডার মোট ৪৮টি বেসরকারি হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ইডি-র নজরে এ বার লালুর মেয়ে মিসাও

কখনও সরকারি হাসপাতালে শয্যার অভাব, কখনও প্রযুক্তিগত কারণ কখনও বা চিকিৎসকের অভাবে অনেক সময়ই হাসপাতাল মুমূর্ষু রোগীদের অস্ত্রোপচারের তারিখ দিতে পারে না। চিকিৎসা করাতে গিয়ে কোনও রোগীকে যাতে ফিরতে না হয়, তার জন্য সরকারি হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করা জরুরি। কিন্তু সেটা সময়সাপেক্ষ। তাই যত দিন না সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো আরও উন্নত করা যায়, সাধারণ মানুষের দুর্ভোগ কাটাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেজরীবাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন