Uttar Pradesh

বাবরি মামলার রায় দানকারী অবসরপ্রাপ্ত সেই বিচারককে উপ-লোকায়ুক্ত করল উত্তরপ্রদেশ

মঙ্গলবার রাজ্যপাল এবং লোকায়ুক্তের সামনে তৃতীয় উপ-লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৩:৫১
Share:

শপথগ্রহণ চলছে।

উত্তরপ্রদেশের তৃতীয় উপ-লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিশেষ সিবিআই আদালতের অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্রকুমার যাদব। মঙ্গলবার রাজ্যপাল এবং লোকায়ুক্তের সামনে তৃতীয় উপ-লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন তিনি। বিশেষ সিবিআই আদালতের বিচারক থাকাকালীন বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় দিয়েছিলেন তিনি।

Advertisement

লোকায়ুক্ত বা উপ-লোকায়ুক্ত পদমর্যাদার কোনও ব্যক্তি কী দেখবেন? সরকারি সূত্রের খবর, মন্ত্রী, জনপ্রতিনিধি এবং সরকারের উচ্চ পদে আসীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত করবেন।

এ নিয়ে তিনজন উপ-লোকায়ুক্ত নিযুক্ত হলেন উত্তরপ্রদেশে। অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্রকুমার ছাড়া অন্য দুই উপ-লোকায়ুক্ত হলেন শম্ভুসিংহ যাদব এবং দীনেশকুমার সিংহ। ২০১৬ সালে শম্ভুকে এবং ২০২০ সালে দীনেশকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন