Raj Kumar Singh

দলের বিরুদ্ধে কী করেছি, চিঠিতে প্রশ্ন আর কে-র

গত লোকসভা নির্বাচনে আরা থেকে হেরে যাওয়ার পর থেকেই দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন আর কে সিংহ। বিধানসভা ভোটের আগে কেন অপরাধমূলক কাজের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের দল টিকিট দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ০৯:০৮
Share:

রাজকুমার সিংহ। —ফাইল চিত্র।

গতকালই দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আজ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে চিঠি লিখে বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিংহ। বিহারের রাজনীতিতে যিনি আর কে সিংহ বলেই পরিচিত। প্রাক্তন ওই আমলা মনমোহন সরকারের আমলে দেশের স্বরাষ্ট্রসচিব ছিলেন।

গত লোকসভা নির্বাচনে আরা থেকে হেরে যাওয়ার পর থেকেই দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন আর কে সিংহ। বিধানসভা ভোটের আগে কেন অপরাধমূলক কাজের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের দল টিকিট দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির নামে দুর্নীতি ও খুনের অভিযোগ নিয়েও সরব হন তিনি। শুধু তাই নয়, তিনি কেন্দ্রে বিদ্যুৎমন্ত্রী থাকাকালীন বিহারের পিরপৈতিতে আদানি সংস্থাকে নীতীশ সরকার ২৫ বছর ধরে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্তের সমালোচনা করে সরবহয়ে দলকে ভোটের মুখে অস্বস্তিতে ফেলে দেন।

তাই জেতার পরেই ওই বিক্ষুব্ধ নেতাকে ছ’বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দল। পাল্টা আজ দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে নড্ডাকে লেখা চিঠিতে আর কে বলেন, ‘‘সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া দলীয় চিঠিতে আমাকে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করার ও কারণ দর্শাও নোটিস দেওয়া হয়েছে। কিন্তু আমি কী দল-বিরোধী কাজ করেছি তা আমায় জানানো হয়নি। তার ফলে আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন