দোকানে চুরি

গয়নার দোকানের দরঝা ভেঙে ১ হাজার কিলোগ্রাম ওজনের লোহার সিন্দুক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গত রাতে করিমগঞ্জ শহরের পাথারকান্দি রোড এলাকায় ঘটনাটি ঘটে। আজ সকালে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, দোকানের সামনে গাড়ি নিয়ে এসেছিল লুঠেরারা। সিন্দুক তাতেই নিয়ে পালিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ২০:৩৬
Share:

গয়নার দোকানের দরঝা ভেঙে ১ হাজার কিলোগ্রাম ওজনের লোহার সিন্দুক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গত রাতে করিমগঞ্জ শহরের পাথারকান্দি রোড এলাকায় ঘটনাটি ঘটে। আজ সকালে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, দোকানের সামনে গাড়ি নিয়ে এসেছিল লুঠেরারা। সিন্দুক তাতেই নিয়ে পালিয়েছে। গয়নার দোকানের মালিক রাকেশ বর্মনের দাবি, সিন্দুকে লক্ষাধিক টাকার গয়না ছিল। ছিল কিছু নথিপত্রও। পাথারকান্দি রোড শহরের ব্যস্ত এলাকা হিসেবেই পরিচিত। ওই গয়নার দোকান থেকে করিমগঞ্জ পুলিশের একটি ফাঁড়ির দুরত্ব ২০০ মিটার। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, তার পরও দুষ্কৃতীরা কী ভাবে এত সাহস পেল। পুলিশকর্তারা জানিয়েছেন, তদন্ত চলছে। দ্রুত দুষ্কৃতীদের হদিস মিলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement