RRR

‘আরআরআর’ থেকে বিতর্কিত দৃশ্য বাদ না দিলে ফল ভুগতে হবে, রাজামৌলিকে হুমকি বিজেপি নেতার

ছবিতে একটি দৃশ্যে রয়েছে ভীম ফেজ টুপি পরেছেন। এখানেই বিতর্কের সূত্রপাত।

Advertisement

সংবাদ সংস্থা

তেলঙ্গানা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১৮:০১
Share:

বিজেপি নেতা বান্দি সঞ্জয় এবং চলচ্চিত্র পরিচালক এসএস রাজামৌলি। ফাইল চিত্র।

তাঁর ছবি ‘আরআরআর’-এর একটি দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের রেশ টেনেই এ বার পরিচালক-প্রযোজক এসএস রাজামৌলিকে রীতিমতো শাসানোর অভিযোগ উঠল তেলঙ্গানার রাজ্য বিজেপির সভাপতি তথা করিমনগরের সাংসদ বান্দি সঞ্জয়ের বিরুদ্ধে। ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ না দিলে রাজমৌলিকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

এক উপজাতি সম্প্রদায়ের নেতা কোমারাম ভীমের জীবনের উপরে আধারিত ছবি ‘আরআরআর’। ভীমের চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভীম। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়ের বহু উপজাতি সম্প্রদায় ভীমকে দেবতা হিসেবে পুজো করে।

ছবিতে একটি দৃশ্যে রয়েছে ভীম ফেজ টুপি পরেছেন। এখানেই বিতর্কের সূত্রপাত। কেন ভীমকে ফেজ টুপি পরা অবস্থায় দেখানো হয়েছে, তা নিয়ে সরব হয়েছেন তাঁর অনুগামীরা। এ বার সেই বিতর্ককে রাজনীতির আঙিনায় টেনে নিয়ে গেলেন বান্দি সঞ্জয়। শুধু টেনে নিয়েই এলেন না, সঙ্গে রাজামৌলিকে ওই বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার জন্য শাসালেনও। সঞ্জয় বলেন, “ছবিতে একটা সেনসেশন তৈরি করতে কোমারাম ভীমকে টুপি পরিয়েছেন রাজামৌলি। আমরা এটা কখনওই মেনে নেব না।” এর পরই সঞ্জয় হুমকির সুরে বলেন, এই দৃশ্য যদি ছবি থেকে বাদ দেওয়া না হয়, তা হলে ফল ভুগতে হবে রাজমৌলিকে।

Advertisement

আরও পড়ুন: ‘হাত’ চিহ্নে ভোট দিন, মুখ ফস্কালেন জ্যোতিরাদিত্য, পাল্টা খোঁচা কংগ্রেসের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন