এটিএমে আজ থেকেই মিলতে পারে ২০০০ টাকার নোট

দেশ জুড়ে নোটসঙ্কটে আমজনতার ক্ষোভ সামলাতে আরও উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার থেকেই এটিএম থেকে মিলতে পারে ২০০০ টাকার নোট। এমন ঘোষণাই করল কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১৩:২৯
Share:

দেশ জুড়ে নোটসঙ্কটে আমজনতার ক্ষোভ সামলাতে আরও উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার থেকেই এটিএম থেকে মিলতে পারে ২০০০ টাকার নোট। এমন ঘোষণাই করল কেন্দ্র।

Advertisement

রবিবার মধ্যরাতে মন্ত্রিসভার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, মানুষের কাছে টাকার জোগান বাড়াতে সম্ভাব্য সমস্ত ব্যবস্থাই নেবে সরকার।

এ দিন অর্থসচিব বলেন, “দেশের প্রায় এক লাখ তিরিশ হাজার পোস্টঅফিসের মাধ্যমে নয়া নোট ছাড়া হবে।” এ ছাডা, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের হাতে নতুন নোট তুলে দিতে মোট আড়াই লাখ লেনদেন কেন্দ্র খোলা হবে। মানুষের ভোগান্তির দায়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলতে তৎপর বিরোধী দলগুলি। সেই আবহে অর্থসচিবের আশ্বাস, “আজ থেকেই এটিএম থেকে ২০০০ টাকার নোট মিলবে।” এই ব্যবস্থা চালু করতে এটিএম মেশিনগুলোতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

নতুন ৫০০ ও ২,০০০ টাকার সরবরাহ করতে বেশ কিছু ব্যাঙ্ক তাদের এটিএমে প্রয়োজনীয় ‘ক্যালিব্রেশন’ করেছে। এ দিন ব্যাঙ্ক বন্ধ। তাই নতুন ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে, তা পরীক্ষা করে দেখবে বিভিন্ন ব্যাঙ্ক। তার পর কাল মঙ্গলবার থেকে এটিএম মারফত নতুন নোট হাতে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা। এত দিন ১০০ টাকার নোটই দেওয়া হচ্ছিল বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে। কারণ, চালু থাকা এটিএম-গুলি থেকে নতুন মাপের ৫০০ ও ২,০০০ টাকার নোট জোগান দেওয়ার ব্যবস্থা ছিল না। পাশাপাশি, স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য এ প্রসঙ্গে জানান, ‘‘প্রতিদিনই কিছু কিছু করে এটিএমে ক্যালিব্রেশন করছি। আজ, সোমবার রাত্রের মধ্যে ব্যাঙ্কের হাজার খানেক এটিএমে ২০০০ টাকার নোটের আকার নতুন ভাবে ক্যালিব্রেট করে ফেলতে পারব। নতুন ৫০০ টাকার নোটও ক্যালিব্রেট করে রাখা হচ্ছে। এর পরই সেগুলি দেওয়ার ব্যবস্থা চালু করে দেওয়া হবে।’’

আরও পড়ুন

ক্ষোভের আঁচ সামাল দিতে কান্না মোদীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement