বন্যাত্রাণে নীতীশ গুজরাতের চেক নিলেন

৭ বছর পর আজ কিন্তু তেমন কিছু ঘটল না। বন্যাত্রাণে গুজরাত সরকারের পাঠানো ৫ কোটি টাকার চেক হাতে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩৫
Share:

ফাইল চিত্র।

তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সেটা ২০১০ সাল। বন্যায় সে বারও বেহাল হয়েছিল বিহার। সাহায্যে ৫ কোটি টাকার চেক পাঠিয়েছিলেন মোদী। এনডিএ শরিক থাকলেও তখন তা নিতে চাননি নীতীশ কুমার।

Advertisement

৭ বছর পর আজ কিন্তু তেমন কিছু ঘটল না। বন্যাত্রাণে গুজরাত সরকারের পাঠানো ৫ কোটি টাকার চেক হাতে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী। চেক দিতে এসে সাংবাদিকদের প্রশ্নে পুরনো প্রসঙ্গে গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিংহ বলেন, ‘‘সময় পরিবর্তনশীল। সব চেয়ে বেশি শক্তিমানও।’’ বিরোধী শিবিরের বক্তব্য, নীতীশের নাম না করলেও, ওই কথার নিশানায় যে তিনি-ই তা স্পষ্ট। ভূপেন্দ্রবাবু আরও জানান, ৫ কোটি টাকা দেওয়া হবে ঝাড়খণ্ডকেও। এ দিন ঝাড়খণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী সি পি সিংহও বিহারের মুখ্যমন্ত্রীর হাতে ৫ কোটি টাকার চেক তুলে দেন। অর্থসাহায্য পাঠায় ছত্তীসগঢ়ও।

গুজরাতের সাহায্য নিয়ে নীতীশকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি বলেন, ‘‘এ ভাবেই প্রতিশোধ নিল বিজেপি। ৪ কোটি নয়, ৬ কোটি নয়, ঠিক ৫ কোটি টাকার চেক দিয়ে তারা পুরনো ঘটনাই মনে করিয়ে দিল।’’ তেজস্বীর বক্তব্য, এতে নীতীশের দ্বিচারিতা ফের সামনে এসেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন