ভাগবত কেন দূরদর্শনে, প্রশ্ন

এ বার আরএসএস প্রধান মোহন ভাগবতের বিজয়া দশমীর বক্তৃতা দূরদর্শন সম্প্রচার করায় প্রশ্ন তুলল সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ০০:২৭
Share:

ফাইল চিত্র।

স্বাধীনতা দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তৃতা সম্প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল প্রসার ভারতীর বিরুদ্ধে। তাঁর বক্তৃতার বয়ান দেখে কিছু অংশ পরিবর্তন করতে বলা হয়েছিল। যাতে রাজি হননি মানিকবাবু। এ বার আরএসএস প্রধান মোহন ভাগবতের বিজয়া দশমীর বক্তৃতা দূরদর্শন সম্প্রচার করায় প্রশ্ন তুলল সিপিএম। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইটে প্রশ্ন করেছেন, ‘‘ত্রিপুরার নির্বাচিত মুখ্যমন্ত্রীর বক্তৃতা আটকে গেল। আর একটা সংগঠনের শীর্ষ নেতার বিভাজনমূলক বক্তৃতা জাতীয় টিভিতে দেখানো হল! সম্প্রচারের আগে কেউ তাঁর বক্তব্য খতিয়ে দেখেছিল?’’ সাংবিধানিক রীতি-মর্যাদা কেন্দ্রীয় সরকার মানছে না বলেই অভিযোগ সিপিএমের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement