আরএসএস নেতা কুন্দন চন্দ্রবাত (বাঁ দিকে) এবং কেরলের মুখ্যমন্ত্রী।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাটা মুণ্ডুর বদলে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে তীব্র বিতর্ক ছড়ালেন আরএসএসের এক নেতা। মধ্যপ্রদেশের এক জনসভায় আরএসএস নেতা কুন্দন চন্দ্রবাতের এমন ঘোষণার ফুটেজ মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এর পরই নড়েচড়ে বসে আরএসএস। তড়িঘড়ি বিবৃতি দিয়ে আরএসএসের পক্ষ থেকে জানানো হয়, ‘‘কোনওরকম হিংসা দল বরদাস্ত করে না। এই ঘটনার তীব্র নিন্দা করছে দল।’’ তবে কুন্দনের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে কি না তা জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-র দেখা যায়, ওই আরএসএস নেতা দলের কর্মীদের উদ্দেশে বলছেন, ‘‘কেরলের মুখ্যমন্ত্রীর মুণ্ডু কেটে আমার সামনে যে হাজির করতে পারবেন, তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেব আমি। এর জন্য প্রয়োজনে নিজের ঘরবাড়িও বেচে দিতে রাজি আছি।’’
বেশ কিছু দিন ধরেই কেরলে শাসকদল সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফের সঙ্গে বিজেপি ও আরএসএসের ঝামেলা চলছিল। তাদের কর্মীদের কেরলের মুখ্যমন্ত্রী খুন করাচ্ছেন বলে অভিযোগ করে আসছে বিজেপি এবং আরএসএস। গত বুধবারও শাসকদল এলডিএফের বিরুদ্ধে এই অভিযোগে মিছিল বের করে বিজেপি। তার পরই আরএসএস নেতা কুন্দনের এমন পুরস্কার ঘোষণা। তাঁর মাথার দাম ঘোষণা হলেও অবশ্য এতটুকু বিচলিত নন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ‘‘এর আগেও আরএসএস অনেককে মাথা কেটে খুন করেছে। তবে তার মানে এই নয় যে, আমারও তাই হবে। এই ধরনের হুমকিকে আমি মূল্য দিই না’’, নিজের ফেসবুকে লিখেছেন বিজয়ন।