আজ শুনানি মন্দির নিয়ে, সরব সঙ্ঘ

শ্রীরাম জন্মভূমি ন্যাসের প্রধান রামবিলাস বেদান্তির আবার দাবি, সংখ্যালঘুদের সঙ্গে কথা বললেই দ্রুত সমাধান বেরোবে।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০৪:০৭
Share:

শুনানির আগেই সরব আরএসএস। ফাইল চিত্র।

শুক্রবার সুপ্রিম কোর্টে রামমন্দির মামলার শুনানির আগে ফের হাওয়া গরম করতে নামল সঙ্ঘ পরিবার।

Advertisement

প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরেই সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। কিন্তু তার পরেই আরএসএস নেতা ভাইয়াজি জোশী দাবি তোলেন, এখনই আইন করে মন্দির তৈরির কাজ শুরু হোক। সরসঙ্ঘচালক মোহন ভাগবতও বলেন, ‘‘ভাইয়াজির সঙ্গে আমি একমত।’’ শ্রীরাম জন্মভূমি ন্যাসের প্রধান রামবিলাস বেদান্তির আবার দাবি, সংখ্যালঘুদের সঙ্গে কথা বললেই দ্রুত সমাধান বেরোবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আর বিচারপতি সঞ্জয়কিষাণ কলের বেঞ্চ কাল জানাতে পারে শীর্ষ আদালতের কোন বেঞ্চ রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি করবে। তবে ভিএইচপি নেতা অলোক কুমারের মতে, আদালতের উপর বেশি ভরসা করলে অন্তহীন অপেক্ষা করতে হবে। আইন বা অধ্যাদেশই তাই পথ।

Advertisement

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি অবশ্য মনে করেন, গেরুয়া শিবিরের এই ‘মন্দির খেলায়’ লাভ হবে না। তিনি বলেন, ‘‘মন্দির নিয়ে তারা দু’মুখো খেলা খেলছে। প্রধানমন্ত্রী এক রকম মুখে বলবেন, আর সঙ্ঘ পরিবার আর এক রকম। মানুষ এই খেলা ধরে ফেলেছেন।’’

বিজেপি নেতৃত্বের মতে, মন্দির নিয়ে আগের উন্মাদনা নেই। তবে উত্তরপ্রদেশের মতো রাজ্যে এই আবেগ কাজে লাগতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement