—প্রতীকী চিত্র।
আজ থেকে দিল্লিতে শুরু হল আরএসএসের প্রান্ত প্রচারকদের বৈঠক। যা চলবে আগামী রবিবার পর্যন্ত।
চলতি বছরে একশো বছরে পা দিচ্ছে আরএসএস। সেই শতবর্ষ উপলক্ষে আরএসএস আগামী এক বছর দেশ জুড়ে যে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে, তা সুষ্ঠু ভাবে কী করে রূপায়ণ করা সম্ভব, তা নিয়ে সবিস্তার আলোচনা হবে ওই বৈঠকে। এ ছাড়া সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে তিন দিনের বৈঠকে। আরএসএসের মুখপাত্র সুনীল অম্বেকর বলেন, ‘‘এ বছরের বিজয়া দশমী থেকে শতবর্ষ উদ্যাপন শুরু হবে। যার সূচনা করবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তা চলবে আগামী এক বছর।’’
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, বিজয়া দশমীর পরের সাত দিন স্বয়ংসেবকেরা নিজের নিজের এলাকায় বিশিষ্টজনদের নিয়ে সম্মেলন, আলোচনাসভার আয়োজন করবেন। আরএসএস তথা সঙ্ঘের মতাদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে ঘরে ঘরে গিয়ে যোগাযোগ অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে দল। এ ছাড়া রাজ্য, শহর ও ব্লক পর্যায়ে সামাজিক সদ্ভাব বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ একত্রিত হয়ে সামাজিক কুফল দূরীকরণ এবংসমাজে সম্প্রতির বাতাবরণ রক্ষা করার মতো বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি, যুব সমাজ যাতে আরও বেশি করে অংশগ্রহণ করে, তার জন্যও বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে আরএসএস।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে