‘জোড়া পাতা’ পলানীদেরই

জয়ললিতার মৃত্যুর পরে দলের প্রতীকের অধিকার কার কাছে থাকবে, তা নিয়ে এডিএমকে নেতাদের লড়াই শুরু হয়ে যায়। এক দিকে পনীরসেলভম শিবির, অন্য দিকে পলানীস্বামীকে সামনে রেখে শশিকলা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০২:৩৮
Share:

—ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন ‘জোড়া ঘাস ফুল’, তেমনি প্রয়াত জয়ললিতার দলের প্রতীক ‘জোড়া পাতা’। এ বার সেই ‘জোড়া পাতা’-র অধিকারের লড়াইয়ে জিতল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম গোষ্ঠী। আর নির্বাচন কমিশনে এ নিয়ে বিরাট ধাক্কা খেল শশিকলা শিবির। কমিশন জানিয়েছে, আইনসভার সদস্য সংখ্যা ও সাংগঠনিক শক্তি বিবেচনা করেই তারা ‘জোড়া পাতা’ প্রতীকটি এডিএমকে-র পনীর-পলানী গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে।

Advertisement

জয়ললিতার মৃত্যুর পরে দলের প্রতীকের অধিকার কার কাছে থাকবে, তা নিয়ে এডিএমকে নেতাদের লড়াই শুরু হয়ে যায়। এক দিকে পনীরসেলভম শিবির, অন্য দিকে পলানীস্বামীকে সামনে রেখে শশিকলা। সংঘাত পৌঁছয় নির্বাচন কমিশনে। এমনকী প্রয়াত জয়ললিতার নির্বাচনী কেন্দ্র আর কে নগরের ভোটে এই প্রতীকের ব্যবহার আটকে দেয় নির্বাচন কমিশন।

এরই মধ্যে রাজনীতির গতি বদলায়। শশিকলা শিবির থেকে বেরিয়ে পনীর ও পলানী কাছাকাছি আসেন, মিলে যায় দুই শিবির। নতুন ছাতার নীচে জায়গা পান দলের অধিকাংশ সাংসদ, বিধায়ক ও সংগঠনের নেতারা। কিছু বিধায়ককে সঙ্গে পেলেও সংখ্যালঘু হয়ে পড়েন শশীর ভাইপো দীনাকরণ। আর এই নতুন সমীকরণকে দেখেই কমিশন আজকের সিদ্ধান্তে পৌঁছেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন