কোর্টে হাজির হলেন না রুমি

শারিরীক নিগ্রহের মামলার শুনানিতে গরহাজির থাকলেন বড়খোলার বিধায়ক রুমি নাথ। করিমগঞ্জের এসিজেএম আদালতে আজ ওই মামলার শুনানি ছিল। রুমিদেবীই শুধু নন, আদালতে হাজির হননি তাঁর ‘স্বামী’ জ্যাকি জাকিরও। বড়খোলার বিধায়কের আইনজীবী আদালতে জানিয়েছেন, অসুস্থতার জন্য তাঁর মক্কেল এ দিন হাজির হতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:৩২
Share:

শারিরীক নিগ্রহের মামলার শুনানিতে গরহাজির থাকলেন বড়খোলার বিধায়ক রুমি নাথ। করিমগঞ্জের এসিজেএম আদালতে আজ ওই মামলার শুনানি ছিল। রুমিদেবীই শুধু নন, আদালতে হাজির হননি তাঁর ‘স্বামী’ জ্যাকি জাকিরও।

Advertisement

বড়খোলার বিধায়কের আইনজীবী আদালতে জানিয়েছেন, অসুস্থতার জন্য তাঁর মক্কেল এ দিন হাজির হতে পারেননি। মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আগামী ৩ জুলাই তাঁকে আদালতে হাজির হতে বলেছেন বিচারক। উল্লেখ্য, ২০১২ সালে জ্যাকি জাকিরের সঙ্গে বিয়ে হয় রুমিদেবীর। এর পর তাঁরা করিমগঞ্জে আসেন। ওই সময়ই শহরের একটি হোটেলে কয়েক জন বিধায়ককে নিগ্রহ করেন বলে অভিযোগ। তার জেরেই মামলা রুজু করেছিলেন রুমিদেবী।

দুর্ঘটনায় জখম ৫০। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫০ জন যাত্রী জখম হলেন। পুলিশ জানায়, গত রাতে বরপেটা জেলার পাঠশালায় ইসলামপুর চকে ঘটনাটি ঘটে। বিহারের মুজফ্ফরপুর থেকে ইম্ফলের উদ্দেশে বরযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement