India-Pakistan Conflict

‘ভারত-পাকিস্তান সরাসরি কথা বলুক’, ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগে কি জল ঢেলে দিতে সক্রিয় পুতিন?

পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতেমির সঙ্গে বৈঠকে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ নয়াদিল্লি-ইসলামাবাদ সরাসরি বৈঠক চেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ২২:১০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নয়াদিল্লি-ইসলামাবাদ মুখোমুখি বৈঠকের মাধ্যমেই দ্বিপাক্ষিক সমস্যার সমাধান চায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমির সঙ্গে বৈঠকে পুতিন সরকারের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা জানিয়েছেন বলে রুশ সংবাদমাধ্যম ‘তাস’-এ প্রকাশিত খবরে দাবি।

Advertisement

রুশ বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘লাভরভ এবং ফাতেমি দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন। ফাতেমি ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ইসলামাবাদের অবস্থান সম্পর্কে একটি ব্রিফিং দিয়েছেন। রাশিয়া চায়, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক আস্থার স্তর বাড়ানোর জন্য সরাসরি আলোচনার প্রয়োজন।’’ সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও একই ভাবে ‘সরাসরি আলোচনার’ কথা বলে মার্কিন মধ্যস্থতার উদ্যোগে জল ঢেলেছিল মস্কো।

‘অপারেশন সিঁদুর’-এর জেরে ভারত-পাক সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতির ঘোষণা করে জানিয়েছিলেন, আমেরিকার মধ্যস্থতাতেই তা সম্ভব হয়েছে (ভারত সরকারের তরফে আমেরিকার মধ্যস্থতার কথা স্বীকার করা হয়নি)। এই আবহে রুশ বিদেশমন্ত্রীর সরাসরি ভারত-পাক আলোচনার পক্ষে সওয়াল ‘তাৎপর্যপূর্ণ’ বলে কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement