India Russia Trade

ট্রাম্পের শুল্কে ভারতের যা ক্ষতি হচ্ছে, পুষিয়ে দেবে রাশিয়া! কী ভাবে? ব্যাখ্যা পুতিনের, কোন কোন পণ্য বেশি কেনার সিদ্ধান্ত

ট্রাম্পের শুল্কের কারণে ভারতের যা যা ক্ষতি হচ্ছে, তা রাশিয়া পুষিয়ে দেবে বলে ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, কিছু পণ্য ভারত থেকে আরও বেশি করে কেনার কথা ভাবছে মস্কো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০৮:০৯
Share:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারত-মার্কিন বাণিজ্য ধাক্কা খেয়েছে। ট্রাম্পের এই শুল্কের কারণে ভারতের যা যা ক্ষতি হচ্ছে, তা রাশিয়া পুষিয়ে দেবে বলে ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, বেশ কিছু পণ্য ভারত থেকে আরও বেশি করে কেনার কথা ভাবছে মস্কো। তাতে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমবে।

Advertisement

বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরে আন্তর্জাতিক ভাল্‌দাই ডিস্‌কাশন ফোরামে যোগ দিয়েছিলেন পুতিন। সেখান থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে মুখ খোলেন। এমনকি, ডিসেম্বরের শুরুতে তিনি নিজে ভারতে আসতে পারেন বলেও জানিয়েছেন। বিশ্ব নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞেরা ভাল্‌দাই ডিস্‌কাশন ফোরামের সদস্য। ভারত-সহ মোট ১৪০টি দেশের সঙ্গে এই ফোরামের যোগ রয়েছে। পুতিন বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের কোনও দিনই কোনও সংঘর্ষ বা দ্বন্দ্ব ছিল না। কোনও দিনই নয়।’’ বরং ভারতের স্বাধীনতা যুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ‘‘ভারতে সকলে জানে, আমরা কী করেছি। ওরা মনে রেখেছে। ওরা এর গুরুত্বও দিয়েছে।’’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গিয়েছে পুতিনের মুখে। মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, রাশিয়া এবং ভারতের সম্পর্কের মধ্যে বিশ্বাস রয়েছে। এর পরেই ভারতের ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলেন পুতিন। তাঁর কথায়, ‘‘আমেরিকার শুল্কের কারণে ভারতের যা ক্ষতি হচ্ছে, তা আমাদের খনিজ তেল আমদানির মাধ্যমে পুষিয়ে যাবে। সেই সঙ্গে এই অবস্থানের কারণে সার্বভৌম দেশ হিসাবেও ভারতের মর্যাদা বাড়বে।’’ ভারত থেকে বেশি করে ওষুধ এবং কৃষিজাত পণ্য কেনার কথা ভাবছে রাশিয়া। পুতিন বলেন, ‘‘ভারত থেকে আরও কৃষিজাত পণ্য কেনা যেতে পারে। ওষধি পণ্যের জন্যেও আমাদের দিক থেকে কিছু পদক্ষেপ করা হতে পারে।’’

Advertisement

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রত রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। কিন্তু ভারতের অবস্থান এ ক্ষেত্রে নিরপেক্ষ। রাশিয়া খনিজ তেলের দাম কমিয়ে দেওয়ায় তাদের থেকে তেল কেনা বাড়িয়ে দেয় দিল্লি। এতে আপত্তি তুলেছে হোয়াইট হাউস। তাঁদের দাবি, দিল্লির এই সিদ্ধান্তের কারণেই ইউক্রেনে যুদ্ধ বন্ধ হচ্ছে না। কারণ, যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ ভারতের কাছে খনিজ তেল বিক্রি করে তুলে নিচ্ছে মস্কো। তা বন্ধ করার উদ্দেশে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। কিন্তু এখনও পরিস্থিতি বদলায়নি। ভারত জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর এবং জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই তারা বাণিজ্যনীতি স্থির করে। এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কেরও কিছুটা অবনতি হয়েছে। সেই ‘ঘাটতি’ পাল্টা বাণিজ্য দিয়েই পুষিয়ে দেওয়ার কথা বললেন পুতিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement