India Pakistan Tension

প্রত্যাঘাতের চেষ্টার কঠোর জবাব দেবে ভারত, আমেরিকা, ইটালি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বললেন জয়শঙ্কর

বৃহস্পতিবার আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইটালির বিদেশমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক শীর্ষ প্রতিনিধির সঙ্গেও তাঁর কথা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ২৩:৩৫
Share:

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

পাকিস্তানের যে কোনও প্রত্যাঘাতের কঠোর জবাব দেবে ভারত। এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বৃহস্পতিবার আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁর কথা হয়েছে ইটালির বিদেশমন্ত্রী অ্যান্টোনিয়ো তাজানি এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক শীর্ষ প্রতিনিধি (এইআরভিপি) কাজা কাল্লাসের সঙ্গে।

Advertisement

জয়শঙ্কর তিনটি কথোপকথনের পরেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন। রুবিয়োর সঙ্গে কথা বলে তিনি লিখেছেন, ‘‘সন্ধ্যাবেলায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে কথা বললাম। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজের বিষয়ে আমেরিকার সদিচ্ছার প্রশংসা করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব এবং পরিমিত প্রতিক্রিয়ার উপর জোর দেওয়া হয়েছে। যে কোনও প্রত্যাঘাতের চেষ্টা কঠোর ভাবে দমন করা হবে।’’

এর পরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা হয় ভারতের বিদেশমন্ত্রীর। তাঁর পোস্ট অনুযায়ী, ‘‘সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এইআরভিপি কাজা কাল্লাসের সঙ্গে আলোচনা হল। ভারত যা করেছে, তা পরিমিত। তবে যে কোনও প্রত্যাঘাত কঠোর জবাব পাবে।’’

Advertisement

ইটালির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেও একই বার্তা দিয়েছেন জয়শঙ্কর। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ইটালির বিদেশমন্ত্রী অ্যান্টোনিয়ো তাজানির সঙ্গে কথা হল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পরিমিত প্রতিক্রিয়া নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যে কোনও প্রত্যাঘাতের কঠোর জবাব দেওয়া হবে।’’

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর তার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে পাকিস্তান প্রথম থেকে এই হামলার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে। পহেলগাঁওয়ের জবাবে মঙ্গলবার রাতে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত থেকে নিশানা করে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানে ভারত বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে এবং তাতে বেশ কয়েক জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। সীমান্তে সংঘাতের আবহ তৈরি হয়েছে। তার মাঝে বৃহস্পতিবার জম্মু, জয়সলমের-সহ ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। তার পরেই রাষ্ট্রনেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে জয়শঙ্করের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement