India Pakistan Tension

পাকিস্তানের হামলার পরেই শাহবাজ় শরিফকে ফোন আমেরিকার বিদেশসচিবের, কথা জয়শঙ্করের সঙ্গেও

বৃহস্পতিবার রাতে জম্মু-সহ ভারতের একাধিক সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোনের পাশাপাশি যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। তার পরেই পাকিস্তানে ফোন করেছেন রুবিয়ো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ২২:৩৯
Share:

—ফাইল চিত্র।

ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তীব্র হতেই দুই দেশের সঙ্গে কথা বলল আমেরিকা। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে ফোন করেছেন বলে খবর। পরে তাঁর কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চাইছে ওয়াশিংটন। সেই বার্তাই দিয়েছেন রুবিয়ো।

Advertisement

বৃহস্পতিবার রাতে জম্মু-সহ ভারতের একাধিক সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোনের পাশাপাশি যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। পঞ্জাব, রাজস্থানের সীমান্ত সংলগ্ন এলাকায় ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। সূত্রের খবর, এফ-১৬-সহ পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। এই পরিস্থিতিতেই তড়িঘড়ি পাকিস্তানে ফোন করেন রুবিয়ো। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শরিফকে ফোন করে ভারতে আক্রমণ না-করার পরামর্শ দিয়েছেন তিনি। ভারত এবং পাকিস্তানের মধ্যে পারস্পরিক আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকা। জয়শঙ্করের সঙ্গে ফোনেও একই বার্তা দিয়েছেন রুবিয়ো। জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে কোনও রকম আলোচনায় সহায়তা করতে তাঁরা প্রস্তুত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারতের উদ্দেশে পাশে থাকার বার্তা দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নিন্দা করেছিলেন। জানিয়েছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতকে সমর্থন করে। তবে ওই হামলায় সমস্ত যোগ অস্বীকার করে পাকিস্তান। আমেরিকা প্রথম থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক আলোচনার বার্তা দিয়ে এসেছে। কিন্তু পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। সংঘাত হচ্ছে তীব্রতর। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন ট্রাম্প। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement