তরুণীকে জিনসের বোতাম খুলতে বাধ্য করলেন বিজেপি সাংসদ!

এক ঘর লোকজনের সামনে তরুণীকে জিনসের বোতাম খুলতে বাধ্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। প্রায় জোর করে জিনসের বোতাম খুলিয়ে ক্ষতস্থান দেখার সেই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তাতে তুমুল বিতর্কে জড়িয়েছেন উন্নাও-এর বিজেপি সাংসদ। তীব্র নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ১৫:৩৭
Share:

সাক্ষী মহারাজের নির্দেশে খোলা হচ্ছে তরুণীর জিনসের বোতাম।

এক ঘর লোকজনের সামনে তরুণীকে জিনসের বোতাম খুলতে বাধ্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। প্রায় জোর করে জিনসের বোতাম খুলিয়ে ক্ষতস্থান দেখার সেই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তাতে তুমুল বিতর্কে জড়িয়েছেন উন্নাও-এর বিজেপি সাংসদ। তীব্র নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Advertisement

গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই সাক্ষী মহারাজ উত্তরপ্রদেশের মৈনপুরিতে এই ঘটনা ঘটিয়েছেন। যে তরুণীর জিনসের বোতাম তিনি খুলিয়েছেন, সেই তরুণী এক বিজেপি কর্মীরই মেয়ে। ময়দান সিংহ নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে পুলিশ ঢুকে অত্যাচার চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। ময়দান সিংহের দুই মেয়েকে পুলিশ মারধর ও হেনস্থা করে বলেও অভিযোগ। কোনও মহিলা কনস্টেবল ছিলেন না। এই খবর পেয়ে ময়দান সিংহের বাড়িতে যান সাক্ষী। ভিডিওতে দেখা গিয়েছে, ময়দান সিংহের বাড়িতে বেশ কয়েকজন মহিলা সাক্ষী মহারাজকে ঘটনার বিবরণ দিচ্ছেন। ঘরে সে সময় অনেক লোকজন, পুরুষরাও রয়েছেন। সবার মাঝেই সাক্ষী মহারাজ দেখতে চান, পুলিশের মারে ময়দান সিংহের মেয়ের শরীরের কোন অংশ জখম হয়েছে। ক্ষতস্থান জিনসে ঢাকা থাকায় বোতাম খুলে ক্ষতস্থান দেখানোর নির্দেশ দেন তিনি। ঘরভর্তি লোকজনের সামনে সেই নির্দেশই পালন করা হয়।

দেখুন সেই বিতর্কিত ভিডিও:

Advertisement

বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক এবং রক্ষণশীল মন্তব্য করা ও নিন্দান দেওয়ার জন্য সাক্ষী মহারাজ এমনিতেই মহাবিতর্কিত সাংসদ। এবার এক ঘর লোকজনের সামনে তরুণকে জিনসের বোতাম খুলতে বাধ্য করে তিনি আরও বড় বিতর্কে জড়িয়ে গেলেন।

আরও পড়ুন:

লিফটে অশালীন আচরণ, মোক্ষম জায়গায় লাথি মহিলার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement