National News

কৃষ্ণসার মামলায় বেকসুর খালাস সলমন খান

অবশেষে স্বস্তি মিলল। ফুটপাতবাসীকে গাড়ি চাপা দিয়ে খুনের মামলায় আগেই বেকসুর খালাস পেয়েছিলেন বম্বে হাই কোর্টে। কিন্তু, মহারাষ্ট্র সরকার ফের ওই মামলা নিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা বলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ১২:১৯
Share:

অবশেষে স্বস্তি মিলল। ফুটপাতবাসীকে গাড়ি চাপা দিয়ে খুনের মামলায় আগেই বেকসুর খালাস পেয়েছিলেন বম্বে হাই কোর্টে। কিন্তু, মহারাষ্ট্র সরকার ফের ওই মামলা নিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা বলেছে। এ বার রেহাই মিলল কৃষ্ণসার হত্যা মামলা থেকেও। ১৯৯৮ সালের কৃষ্ণসার হত্যা এবং চিনকারা শিকার মামলায় বেকসুর খালাস পেলেন সলমন খান। সোমবার যোধপুর আদালত এক রায়ে তাঁকে নির্দোষ বলে জানিয়েছে।

Advertisement

১৯৯৮ সালে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে বিলুপ্তপ্রায় ওই দুই প্রজাতির হরিণ হত্যা মামলায় নাম জড়িয়েছিল বলিউডের সুপারস্টারের। দু’টি মামলাতেই নিম্ন আদালত সলমনকে এক ও পাঁচ বছরের সাজা শুনিয়েছিল। নিম্ন আদালতে দোষী সব্যস্ত হওয়ার পর সলমন উচ্চ আদালতে আপিল করেছিলেন। একই সঙ্গে আপিল করেছিলেন রাজস্থানের উচ্চ আদালতেও। মে মাসে হাইকোর্টের শেষ শুনানি ছিল। কিন্তু, সেই সময় এই মামলায় রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এ দিনের রায়ের পর আর সাজা ভোগ করতে হবে না ভাইজানকে।

রাজস্থান হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে কি সুপ্রিম কোর্টে যাবে রাজ্য প্রসাশন? তা অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন: রাজেশ খন্নাকে নিম্নমানের অভিনেতা বলে টুইঙ্কলের তোপে নাসির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন