Rice Stolen Allegation

৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ চালের খানিকটা উদ্ধার হুগলিতে, নদিয়ায় গ্রেফতার লরিচালক ও তাঁর সহযোগী!

পুলিশ সূত্রে খবর, ধৃত লরিচালকের নাম মিলন দাস। তাঁর সহযোগী তাপস শর্মা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে হুগলির বলাগড় এলাকা থেকে লরি-সহ চুরি যাওয়া প্রায় গোবিন্দভোগ চাল উদ্ধার করা হয়। তবে পুরো চাল উদ্ধার হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪
Share:

উদ্ধার হওয়া সেই লরি। —নিজস্ব ছবি।

গোবিন্দভোগ চাল ভর্তি লরির খোঁজ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কেরল যাওয়ার কথা ছিল লরিটির। কিন্তু বর্ধমান থেকে বেরিয়ে লরিটি চলে গিয়েছিল হুগলির বলাগড় এলাকায়। সেখানে লরিটিকে আটকেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন লরিচালক এবং তাঁর এক সহযোগী।

Advertisement

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায় ‘বালাজি এগ্রো প্রোডাক্টস রাইস মিল’ থেকে প্রায় ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল নিয়ে একটি বারো চাকার লরি কেরালার রওনা দিয়েছিল। কিন্তিু ৪০ লক্ষ টাকার চাল-সহ লরিটির নির্ধারিত গন্তব্যে পৌঁছোয়নি। চালকলের মালিক খোঁজখবর করেও কোনও সুবিধা করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করে। ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ নদিয়ার চাকদহ এলাকা থেকে এক লরিচালককে গ্রেফতার করেছে। পরে কৃষ্ণনগর থেকে তাঁর এক সহযোগীকেও পাকড়াও করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত লরিচালকের নাম মিলন দাস। তাঁর সহযোগী তাপস শর্মা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে হুগলির বলাগড় এলাকা থেকে লরি-সহ চুরি যাওয়া প্রায় গোবিন্দভোগ চাল উদ্ধার করা হয়। তবে পুরো চাল উদ্ধার হয়নি। চুরি যাওয়া বাকি চাল উদ্ধার করার চেষ্টা চলছে। পুলিশের সন্দেহ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

শুক্রবার ধৃতদের পূর্ব বর্ধমানের সিজেএম আদালতে হাজির করানো হয়েছে। এসডিপিও (দক্ষিণ) অভিষেক মণ্ডল বলেন, ‘‘ধৃতদের সাত দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ধৃত চালকের টিআই প্যারেডের জন্যও আবেদন করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement