টুইটারে কী কী সমালোচনা সামলালেন সলমন?

‘‘নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত’’— এই বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া জু়ড়ে প্রবল সমালোচনার মুখে সলমন খান। সাধারণ দর্শক থেকে সলমন ভক্ত— সকলেই তুলোধনা করছেন ভাইজানকে। তারই কয়েকটি তুলে দেওয়া হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ২১:০৮
Share:

‘‘নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত’’— এই বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া জু়ড়ে প্রবল সমালোচনার মুখে সলমন খান। সাধারণ দর্শক থেকে সলমন ভক্ত— সকলেই তুলোধনা করছেন ভাইজানকে। তারই কয়েকটি তুলে দেওয়া হল।

Advertisement


‘সলমনের কাছে এই মন্তব্য আশা করাই যায়। কারণ ছবি রিলিজ করবে তো। পাবলিসিটির জন্য এঁরা যা খুশি করতে পারে।’— বিশাল বন্দ্যোপাধ্যায়।

Advertisement


‘এটা আমাদের ব্যর্থতা, যে এমন নারীবিদ্বেষী ইডিয়টদের আমরা স্টার তৈরি করেছি।’— নীরজ খান্ডালেওয়ালা।


‘সলমন হয়তো ভাবেন, হিন্দি সিনেমায় রেপটা যে ভাবে দেখানো হয়, বাস্তবেও সেটাই। আসলে তা নয়। এ সব বলার জন্য ওঁনার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।’— মল্লিকা তানেজা।


‘সলমন আবার প্রমাণ করলেন ওঁর বুদ্ধি বলে কিছু নেই। কিছু বলার আগে আরও সতর্ক হওয়া উচিত।’— সুদীপ্ত মৈত্র।


‘যাঁরা রেপ কথাটা খুব ক্যাজুয়ালি ব্যবহার করেন, তাঁরা কি জানেন, যাঁরা ধর্ষিতা তাঁদের কষ্টটা কী?’— মণি।

আরও পড়ুন, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, বলল জাতীয় মহিলা কমিশন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement