IPL 2025 Auction

আইপিএলের প্রতিপক্ষ ক্রিকেটারকে নিয়ে বাসে লাফালাফি রিঙ্কুর, বললেন, ‘ভাইসাব’! জানা গেল কেকেআর তারকার উচ্ছ্বাসের কারণ

মঙ্গলবার আইপিএলের নিলামে প্রশান্ত বীরের নাম ওঠার সময় বাসে ছিল উত্তরপ্রদেশ দল। অধিনায়ক রিঙ্কু সিংহ-সহ সকলের চোখ ছিল মোবাইলে। নিলাম শেষ হওয়ার পর বাসেই শুরু হয়ে যায় উৎসব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬
Share:

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের স্পিনার-অলরাউন্ডার প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস। রাজ্য দলের সতীর্থের দাম দেখে অবাক কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ। নিলামের ডাক শেষ হওয়ার পর টিম বাসে উচ্ছ্বাসে মেতে ওঠেন উত্তরপ্রদেশের ক্রিকেটারেরা।

Advertisement

২০ বছরের সতীর্থ আইপিএলের নিলামে রেকর্ড দাম পাওয়ায় উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি রিঙ্কু। উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক দলের বাসে বসে আইপিএল নিলামের সরাসরি সম্প্রচার দেখছিলেন। তাঁর কাছের একটি আসনে ছিলেন প্রশান্ত। তাঁর নিলাম শুরু হতেই সকলের চোখ ছিল মোবাইলে, এক ক্রিকেটার প্রশান্তকে জিজ্ঞেস করেন, ‘‘কী রে কেমন লাগছে?’’ প্রশান্ত বলেন, ‘‘আমার বেশ মজা লাগছে।’’ তার পর তিনি অধিনায়কের প্রতিক্রিয়া জানতে চান। রিঙ্কু বলেন, ‘‘আমি তো বলেছিলাম প্রশান্তকে অনেক দল নিতে চাইবে।’’ নিলামে তরুণ অলরাউন্ডারের দাম ১০ কোটি ছাড়ালে উত্তেজিত হয়ে পড়েন উত্তরপ্রদেশের ক্রিকেটারেরা। শেষ পর্যন্ত সিএসকে তাঁকে ১৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কেনায় বাসেই উচ্ছ্বাসে মেতে ওঠেন উত্তরপ্রদেশের ক্রিকেটারেরা। বিস্মিত রিঙ্কু বলে ওঠেন, ‘‘ভাইসাব!’’ উত্তরপ্রদেশ দলের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

প্রশান্ত নিজেও অবাক হয়েছেন এত টাকা পাওয়ায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘এত দাম পেয়ে আমি অবাকই হয়েছি। সত্যিই আমি এতটা আশা করিনি। নিলামের আগে চেন্নাইয়ের কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। মনে হয়েছিল, আমাকে নিতে পারে চেন্নাই। কিন্তু আমাকে পেতে এত লড়াই করবে ভাবতেই পারিনি। এই টাকাটা সত্যিই অপ্রত্যাশিত। নিজেকে ধন্য মনে হচ্ছে। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement